Main Menu

৬১ হাজার শরণার্থীকে পুনর্বাসিত করবে ইইউ

নিউজ ডেস্ক:
দুই বছরে অন্তত ৬১ হাজার শরণার্থীকে পুনর্বাসন করবে ইউরোপীয় ইউনিয়ন৷বৃহস্পতিবার ইউরোপীয় স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার ইলফা ইয়োহানসন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী দুই বছরে সদস্য দেশগুলোতে অন্তত ৬১ হাজার শরণার্থীকে পুনর্বাসনে ইউরোপীয় ইউনিয়ন প্রতিশ্রুতিবদ্ধ৷

জেনেভায় জাতিসংঘের গ্লোবাল রিফিউজি ফোরামের এক সংবাদ সম্মেলনে ইয়োহানসন বলেন, ‘আমরা ২০১৫ সাল থেকে, ইউরোপীয় ইউনিয়নে এক লাখ ৭৫ হাজার শরণার্থীকে সুরক্ষা দিয়ে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসিত করেছি৷’

তিনি আরও বলেন, ‘এখন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০২৪ এবং ২০২৫ সালে ১৪টি সদস্য রাষ্ট্রে অন্তত ৬১ হাজার মানুষকে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে পুনর্বাসন করা হবে৷’

এর মধ্যে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত কর্মসূচির মাধ্যমে অন্তত ৩১ হাজার ব্যক্তিকে পুনর্বাসিত করা হবে৷ সাম্প্রতিক বছরগুলোর তুলনায় সংখ্যাটি কিছুটা বেড়েছে বলে জানান ইয়োহানসন৷

২৭টি ইইউ সদস্য রাষ্ট্রের মধ্যে কোন ১৪টি রাষ্ট্র শরণার্থী গ্রহণ করবে তা নিয়ে কোনো তথ্য দেননি তিনি৷

ইউএনএইচসিআর-এর পুনর্বাসন কর্মসূচির মাধ্যমে এমন ব্যক্তিদের পুনর্বাসন করা হবে, যারা আনুষ্ঠানিকভাবে এক দেশে সুরক্ষা চেয়েছেন, কিন্তু অন্য দেশে স্থানান্তরিত হতে আপত্তি নেই৷

ইয়োহানসন আরো বলেন, গত তিন বছরে ব্লকের সদস্যরা অন্তত ১০ লাখ মানুষকে সুরক্ষা দিয়েছে, যার অর্থ ইউরোপীয় ইউনিয়ন ‘বিশ্বের শরণার্থীদের মোট ২০ শতাংশকে’ গ্রহণ করেছে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *