Main Menu

কাতারের নাজমায় ডায়নামিক ফ্যাশন ট্রেডিংয়ের যাত্রা শুরু

নিউজ ডেস্ক:
পোশাক শিল্পরে অন্যতম রপ্তানিকারক দেশ বাংলাদেশের পোশাক বিশ্ববাজারে শক্ত অবস্থান করে নিয়েছে। মধ্যপ্রাচ্যেও রয়েছে এর একচ্ছত্র আধিপত্য। বাংলাদেশী পোশাকের আধিপত্য বিস্তারে ক্রমাগত কাজ করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশীরা। এর অংশ হিসেবে বিশ্বের আশিটির বেশি জাতি-গোষ্ঠীর রুচির প্রতি দৃষ্টি রেখে তাদের হাতে বাংলাদেশী পোশাক স্বল্পমূল্যে তুলে দিতেই রাজধানীর নাজমা এলাকার কুয়েতি বিল্ডিং এর পাশে বৃহস্পতিবার (৯ নভেম্বর) যাত্রা শুরু করল ডায়নামিক ফ্যাশন ট্রেডিং ।

বিপুল প্রবাসীদের উপস্থিতিতে কাতারী স্পন্সর আলী আবদুল্লাহ আল-আমরি কে সাথে নিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিউল্লাহ মুন্সী, ব্যাবস্থাপনা পরিচালক মোঃ মারুফ হোসেন, ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ আলী।

অনুষ্ঠান সমন্বয়ক সৈয়দ তানজীম হাসানের সঞ্চলনায় দোয়া মাহফিলের প্রাক্কালে সংক্ষিপ্ত আলোচনা শুরু হয় হাফেজ মো: তারেক আবদুল্লাহর পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে।

আলোচনাকালে উদ্যোক্তোরা আশা করেন তাদের এ উদ্যোগকে সফল করতে প্রবাসী বাংলাদেশীরা এগিয়ে আসবেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান জানান, মূল্যছাড় এমনই দেয়া হবে যে, ক্রেতারা পাইকারি মূল্যে খুচরা পোশাক ক্রয় করতে পারবেন। তারা জানান কাতারে বসবাসরত বিশ্বের সকল জাতি, ধর্ম ও সম্প্রদায়ের রুচি ও ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে তাদের পণ্য সামগ্রী।

ডায়নামিক ফ্যাশনে নারী, পুরুষ, শিশুদের পোশাক-পরিচ্ছদ, এপারেলস আমদানি, পাইকারি বিপনন ও খুচরা বিক্রয় হবে। প্রবাসী ক্ষুদে উদ্যোক্তারা তাদের প্রতিষ্ঠান থেকে পাইকারী মূল্যে কিনে অনলাইনে খুচরা বিক্রয় করেও ভাল লাভবান হতে পারবেন বলে উদ্যোক্তারা জানান।

উদ্বোধন কালে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিনুল হক ও ফেনী সমিতির সভাপতি শাখাওয়াত হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানি ব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল হুদা, কোম্পানি জনসংযোগ কর্মকর্তা খালিদ সাইফুল্লাহ,বিপণন কর্মকর্তা মারুফ ভূঁইয়া সহ আরও অনেকে।

দোয়া ও মিষ্টি বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *