Main Menu

সিলেটে বিদায়ী মেয়র আরিফুল হককে হেটে হেটে এগিয়ে দিলেন নবাগত মেয়র আনোয়ারুজ্জামান

সিলেটে বিদায়ী মেয়র আরিফুল হককে হেটে হেটে এগিয়ে দিলেন নবাগত মেয়র আনোয়ারুজ্জামান

ফাহাদ মারুফ:
সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব তুলে দিয়ে হেটে হেটে বাসায় গেলেন মেয়র আরিফ।

মঙ্গলবার মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজপথে পায়ে হেঁটে হেঁটে বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরীকে বাড়ির পথে এগিয়ে দিলেন নবাগত মেয়র আনোয়ারুজ্জামানসহ সকল কাউন্সিলরা। সবার উপস্থিস্তিতে হেটে হেটে দলবদ্ধভাবে বাসায় পৌছান মেয়র আরিফ।
এসময় তিনি সকলের উদ্দেশ্যে প্রথমেই সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, কেউ কোন দলের প্রতিনিধি না হয়ে জনগণের জন্য কাজ করেন এবং জনগণের প্রতাশ্যা পূরণ করার চেষ্টা করেন।
তিনি আরো বলেন, যতদিন বেচে যাব, ততদিন সবার সাথে মিলেমিশে কাজ করব এবং জনগণের জন্য নিজেকে বিলিয়ে দিব। পরিশেষে দোয়া চেয়ে মেয়র আরিফ সবার কাছে ক্ষমা চেয়ে বিদায় নেন।

উল্লেখ্য, সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরভবনে মেয়রের কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *