ওমানে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:
ওমানের আল মুদাবী এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় মোহাম্মদ বেলাল (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ওমান রয়্যাল পুলিশ।
পারিবারিক সূত্রে জানা যায় –গত ৩ নভেম্বর শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫ টার দিকে নিজের শয়ন কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পায় কয়েকজন সহকর্মী। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে লাশ নীচে নামিয়ে আনে। বর্তমানে লাশ হাসপাতালের মর্গে রয়েছে।
প্রবাসী বেলাল ফটিকছড়ি উপজেলার নানুপুর ইউনিয়নের পূর্ব মাইজভান্ডার গ্রামের বদল আজিজ বাড়ির মৃত খুইল্যা মিয়ার ছেলে।
তিন মেয়ে ও একপুত্র সন্তানের জনক বেলাল বেশ কয়েক বছর ধরে ওমানের আল মুদাবী এলাকায় বসবাস করে আসছিলেন। তবে গলায় ফাঁস লাগানোর বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি পরিবার।
প্রবাসী বেলালের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে, বেশ কয়েকজন প্রবাসী এবং পরিচিতজনেরা জানান, ওমানে বেশ কিছু দিন ধরে কাজ পাচ্ছিলেন না বেলাল। এ নিয়ে তিনি টেনশনে ছিলেন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More