স্পেনের নৈশ ক্লাবে আগুনে নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক:
স্পেনের তিনটি নৈশ ক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১ অক্টোবর) ভোরে দেশটির দক্ষিণ-পূর্ব মুরসিয়া শহরের আটালায়াস এলাকার ‘লা ফন্ডা’ নামে একটি ক্লাবে লাগা আগুন পাশের ক্লাবগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর বিবিসির।
স্প্যানিশ কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের সময় নৈশ ক্লাবে উপস্থিত থাকা ও নিখোঁজ ব্যক্তিদের সন্ধান পেতে কাজ করেছেন উদ্ধারকারীরা। উদ্ধার আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্প্যানিশ পুলিশ বলছে, যারা মারা গেছে, তারা সবাই লা ফন্ডায় ছিল। ১৪ জনের এখনও হিসাব পাওয়া যায়নি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশ আরও বলছে, লা ফোন্ডার ছাদ ধসে পড়েছে, যা ক্ষতিগ্রস্তদের শনাক্ত করে খুঁজে বের করা কঠিন করে তুলেছে।
এদিকে মেয়র হোসে ব্যালেস্তা টুইটারে বলেছেন, উদ্ধারকারীরা নৈশ ক্লাবের ভেতরে সাত জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা করছেন।
মেয়র বলেছেন, কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। লা ফন্ডার প্রথম তলায় আগুন লেগেছিল বলেও সকালে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, স্পেনের গত ৩০ বছরের ইতিহাসে নাইটক্লাবে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এটি। এর আগে ১৯৯০ সালে জারাগোজার একটি ভেন্যুতে আগুনে ৪৩ জন নিহত হন।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More