ইতালির নাপলিতে ‘প্রবাসে বন্ধু’র উদ্যোগে আনন্দভ্রমণ
নিউজ ডেস্ক:
ইতালির রাজধানী রোমের রেইনবো ম্যাজিক ল্যান্ডে গ্রীষ্মকালীন আনন্দভ্রমণ করেছে নাপলির প্রবাসী বাংলাদেশিরা। ‘প্রবাসে বন্ধু’র উদ্যোগে গত রোববার আয়োজিত এ আনন্দভ্রমণে অংশ নেন সাঞ্জুসেপ, অত্তাবিয়ানো, তেসরিনো, কাসেল্লিতে বসবাসরত প্রবাসীরা।
প্রবাসীরা জানান, তাদের শত ব্যস্ততা ফেলে আনন্দভ্রমণ কিছুটা সময়ের জন্য প্রশান্তি এনেছে। সামান্য সুযোগ হলেই পরিবারসহ ইতালি প্রবাসী বাংলাদেশিরা মিলিত হন আনন্দ উপভোগের জন্য।
আনন্দভ্রমণের মধ্য দিয়ে দারুণ একটি দিন পার করেছে পরিবারগুলো। দেশীয় খাবারের আয়োজনসহ দিনভর উৎসবে কাটে সবার। পুরো আয়োজনস্থল পরিণত হয় যেন মিনি বাংলাদেশে।
আয়োজকরা জানান, বাংলাদেশি পরিবারগুলোর মধ্যে একটি সুন্দর বন্ধন তৈরি করতে এ আয়োজন। কোনো উৎসব ও বিশেষ দিনে প্রবাসে স্বজনদের অভাব ভুলে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করতে পারিবারিক এ আয়োজনগুলো করা হয়।
‘প্রবাসে বন্ধু’ প্রতি বছর এমন ব্যতিক্রম ভ্রমণের আয়োজন করে থাকে। এবারের আনন্দ ভ্রমণে অংশ নেন প্রায় দেড় শতাধিক প্রবাসী। বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে আনন্দমুখর হয়ে ওঠে এই ভ্রমণ।
ভ্রমণে অংশনেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ নাপলির সভাপতি দেলোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি প্রাণ কৃষ্ণ বণিক, সহ সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. ফরিজ উদ্দিন, প্রচার সম্পাদক মো. আনোয়ার, সমাজ সেবা সম্পাদক ইমরান হোসেন দিপু, ত্রাণ পূর্ণবাসন সম্পাদক জহির আহমদ ও বাংলাদেশ এসোসিয়েশন নাপলি সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ রুনু এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য আনোয়ার হোসেন, জুনেদ আহমদ হিমেল, জুনেদ হাসান সহ প্রবাসে বন্ধু’র সদস্য গোপাল বর্মন, মনোয়ার হোসেন, জুনেদ হাসান, সৌরভ দাস, শ্যামল সরকার, ইমরান হোসেন দিপু, আব্দুস সামাদ রুনু, জহির আহমদ ও জাহিদুল হাসান বাপ্পি সহ নাপলির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More