মালদ্বীপে অসুস্থ প্রবাসী সেন্টু মিয়াকে বিমানের টিকেট হস্তান্তর

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দূতাবাসের কার্যালয়ে অসুস্থ প্রবাসীকে বিমানের টিকেট হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় বেকারত্বের ফলে দেশে যেতে পারছিলেন না সেন্টু মিয়া নামের এক বাংলাদেশি।
হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ জরুরি ভিত্তিতে গুরুতর অসুস্থ প্রবাসী সেন্টু মিয়াকে দেশে ফিরে যাওয়ার জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড-Wage Earners’ Welfare Board অর্থায়নে একটি এয়ার টিকেট হস্তান্তর করেন।
এসময় মিশনের কাউন্সেলর (শ্রম) মো: সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান উপস্থিত ছিলেন। সেন্টুর বাড়ী কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। সেন্টু মিয়া কিছুদিন যাবত চোখে দেখতে পারছেন না এবং তার চোখের অপারেশনের জন্য দেশে যেতে দূতাবাসের সহযোগিতার জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More