Main Menu

ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ানোর ঘোষণা

বিদেশবার্তা২৪ ডেস্ক:

ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ানো হচ্ছে। ভিসার জন্য ভিসা ফি ও হেলথ সারচার্জ ২০ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। ত‌বে ঠিক কবে থেকে ভিসার ব‌র্ধিত এই ফি কার্যকর হ‌বে, সে ব্যাপা‌রে সরকার এখনেও কিছু স্পষ্ট ক‌রেনি।

মুদ্রাস্ফী‌তি ও দ্রব্যমূল্যের তীব্র ঊর্ধ্বগ‌তির মুখে সরকারি খাতে ক্রমবর্ধমান বেতন বৃ‌দ্ধির চা‌হিদার জোগান দি‌তেই ভিসা ও সারচার্জ ফি এক মি‌লিয়ন পাউ‌ন্ডের বে‌শি বাড়া‌নোর কথা জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।

এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব‌লে‌ছেন, ব্রিটে‌নের সরকারি খাতে বেতন-ভাতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে বাড়‌তি অর্থের জোগান দি‌তেই এমন পদ‌ক্ষেপ নেওয়া হয়েছে।

ব্রিটেনের সব ধরনের ভিসা ফি ফের বাড়ছে

নতুন করে ফের সবধরণের ভিসার ফি বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। চল‌তি সপ্তাহের সরকারি ঘোষণায় বলা হ‌য়ে‌ছে, ব্রিটেনে কা‌জের ভিসার ক্ষে‌ত্রে ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়া‌নো হ‌বে।  এনএইচএসের হেলথ সারচার্জ এখন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য বে‌ড়ে ১ হাজার ৩৫ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য ৭৭৬ পাউন্ড দি‌তে হ‌বে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *