অপহরনের তিনদিন পর ক্ষুদে ফুটবলার একরাম উদ্ধার

নিউজ ডেস্ক: অপহরনের তিনদিন পর ক্ষুদে ফুটবলার একরাম উদ্দিনকে উদ্ধার করা হয়েছে। অপহরনের তিনদিন পর সরকারী কলেজের পুরাতন ছাত্রাবাসের অব্যবহৃত একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ক্ষুদে ফুটবলার মো: একরাম উদ্দিনকে। শাহপরান থানার ওসি আবুল খায়ের আমাদেরকে বলেন, সিলেট সরকারী কলেজ হোস্টেলের সিকিউরিটি ইনচার্জ আফতাব আলীর টেলিফোন পেয়ে আমাদের টহল পুলিশ সেখান থেকে ক্ষুদে ফুটবলার মোঃ একরাম উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সে তার হাসপাতালে চিকিত্সা নিচ্ছে। হাসপাতালে ভর্তি একরামের সাথে তার পরিবারের সদস্য ছাড়া অন্য কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। একরামের ভাই রহিম উদ্দিন বলেন, আমার ভাইকে ওরা অনেক বেশি নির্যাতন করেছে।
বিশেষ করে হাঁটু এবং দুই হাতের কনুইতে অনেকটা তেতলে যাওয়ার মতন অবস্থা হয়েছে। সে অনেক চেষ্টা করেও দাড়াতেই পারছেনা। উল্যেখ্য গত তিনদিন আগে নিজ বাসা থেকে একরামকে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা । একরামের পরিবার এবং নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন ছাত্রলীগ নেতা নাজমুল এবং হিরন মাহমূদ নিপু গ্রুপের ছাত্রলীগ নামধারী সন্ত্রাসীরা এই ঘটনার সাথে জড়িত। ক্ষুদে ফুটবলার মোঃ একরাম উদ্দিনের মা বলেন আমি এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের জীবনের নিরাপত্তা চাই।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More