Main Menu

বিশ্বনাথ স্পোর্টস ট্রাষ্ট ইউকের উদ্যোগে স্পীকার কাউন্সিলার জাহেদ চৌধুরী ও বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব লেচু মিয়ার সম্মানে সম্বর্ধনা

নিউজ ডেস্ক:

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার জাহেদ বক্ত চৌধুরী এবং বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট শিক্ষানুরাগী ও দানশীল ব্যক্তিত্ব হাজী লেচু মিয়ার সম্মানে বিশ্বনাথ স্পোর্টস ট্রাষ্ট ইউকের উদ্যোগে গত ৪ জুলাই মঙ্গলবার পূর্ব লণ্ডনের অভিজাত একটি রেস্তারায় এক সম্বর্ধনা সভার আয়োজন করা হয় ।সংগঠণের সভাপতি ও সাবেক বিশ্বনাথ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারমযান জনাব গউছ খানের সভাপতিত্বে এবং সংগঠনের ট্রাষ্টি মিসবাহ উদ্দিন ও আব্দুল বাছিত বাদশার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলার আ ম ওহিদ আহমদ ,কাউন্সিলার আমিন রহমান ,কাউন্সিলার কবির হোসেন ,এসপায়ার পার্টির চেয়ারম্যান সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী ।
সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন -হাজী রইছ আলী ,শেখ তাহির উল্লাহ ,সাংবাদিক রহমত আলী ,আলহাজ্ব মানিক মিয়া ,আখলাকুর রহমান ,হাফিজ হোসাইন আহমদ বিশ্বনাথী,ফয়সল কামাল আহমদ ,মাষ্টার নুরুল ইসলাম মধু,মতছির খান ,আব্দুর রহিম রন্জু ,খালেদ খান ,শফিক খান ,জসিম উদ্দিন সেলিম ,আব্দুস সোবহান ,আব্দুর রব , তানভির আহমদ ,এম এ গফুর ,ব্যারিষ্টার আব্দুস শহীদ ,নজরুল ইসলাম ,আব্দুল মুকিত ,আজম খান প্রমুখ ।
সভায় বক্তারা – বিশ্বনাথের কৃতি সন্তান কাউন্সিলার জাহেদ বক্ত চৌধুরী টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ।বক্তারা – বৃটেন বাংলাদেশী বিশ্বনাথ অন্চলের প্রথম কাউন্সিলার মনোয়ার হোসেন ,প্রথম বৃটিশ এমপি রুশনারা আলী ও বিশ্বনাথের সকল কৃতি সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।
বক্তারা -বিশ্বনাথের শিক্ষার উন্নয়নে লেচু মিয়া স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করায় এবং একজন শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব হিসাবে আলহাজ্ব লেচু মিয়াকে অশেষ ধন্যবাদ জানান ও দীর্ঘ আয়ু কামনা করেন ।
সভায় বৃটেনের বিভিন্ন স্থান থেকে শতাধিক নেতৃবৃন্দ ও ব্যবসায়ীবৃন্দ যোগদান করেন ।
সভা শেষে বিশ্বনাথের সকল মৃত নেতৃবন্দ ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয় এবং প্রীতি ভোজে আপ্যায়িত করা হয় ।
সভায় উপস্থিত অনেক বিশ্বনাথ স্পোর্টস ট্রাষ্ট ইউকের ট্রাষ্টির সদস্য পদ গ্রহণ করেন ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *