ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলাদেশী গানের উৎসব

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ফ্রান্সে জাতীয় সঙ্গীত দিবসে বাংলা গানের আয়োজন করে ‘এসোসিয়েশন কালাচারাল ফ্রানকো বাংলাদেশ’। দিনব্যাপী প্যারিসের গার্দো নর্দে বাংলাদেশীদের বিনোদন দিতে ফেত দ্যা লা মিউজিক বা সংগীত দিবসে এ আয়োজন করা হয়।
প্যারিসের জনপ্রিয় নৃত্যশিল্পী সংগঠনের সাধারন সম্পাদক খান নুভার উদ্যগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত হন সংগীত প্রিয় প্রবাসীরা।
এসময় নোভা বলেন, বাংলাদেশর সঙ্গীতকে বিশ্বের দরবারে পৌঁছে দোয়ায় আমাদের লক্ষ্য। সেকারণেই আমাদের এ আয়োজন। আমরা চাই, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যেও বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ুক। সকলের জন্য উন্মুক্ত এই কনসার্টে প্যারিসের স্থানীয় শিল্পিরা অংশ নেন। । শাহ গ্রুপ, ফায়া এবং তান্দুরি শুকরিয়ার অর্থায়নে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সার্বিক সহযোগিতায় ছিলেন মনির ভূইয়া এবং আমাদের রান্নাঘর।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More