বাহরাইন থেকে দেশে ফিরল গুরুতর অসুস্থ ৪ বাংলাদেশি

নিউজ ডেস্ক:
চলতি মাসের প্রথম আট দিনে বাহরাইন থেকে গুরুতর অসুস্থ চার প্রবাসী বাংলাদেশি কর্মীকে মেডিকেল এসকর্টসহ দেশে পাঠিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।
বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের সহায়তায় তাদের দেশে ফেরানো হয়।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মানামার বাংলাদেশ দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ জুন ২০২৩ তারিখ দূতাবাসের উদ্যোগে বাহরাইন প্রবাসী গুরুতর অসুস্থ রোগী কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইসরাফিল সরকারকে একজন মেডিকেল এসকর্টসহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে।
ইসরাফিল কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীতে ব্রেন স্ট্রোক করেন। দূতাবাস কর্তৃক বিডিএফ হাসপাতাল এবং বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের ফলে অস্ত্রোপচার বাবদ হাসপাতাল কর্তৃক নির্ধারিত ২ হাজার ২০০ বাহরাইনি দিনার মওকুফ করে তার অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
গত ২ জুন বাহরাইন প্রবাসী গুরুতর অসুস্থ (স্ট্রোকের রোগী) বাংলাদেশি কর্মী নাসির উদ্দিনকে বাংলাদেশে প্রেরণ করা হয়েছে। তার বাড়ি চাঁদপুরের কচুয়ায়। তিনি মারাত্মকভাবে সড়ক দুর্ঘটনায় আহত হন এবং পরবর্তীতে ব্রেন স্ট্রোক করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাহরাইনের কিং হামাদ হাসপাতালে ভর্তি করানো হয় এবং দীর্ঘদিন ধরে তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন।
এছড়া সড়ক দুর্ঘটনায় আহত এবং পরবর্তীতে ব্রেইন স্ট্রোক করা আরেক প্রবাসী মোহাম্মদ এনাতুলকে গত ৫ জুন একজন মেডিকেল এসকর্টসহ দেশে পাঠানো হয়। তিনিও চাঁদপুর কচুয়া উপজেলার বাসিন্দা। তিনি বিগত প্রায় ৩ বছর যাবত দূতাবাসের তত্ত্বাবধানে বাহরাইনের সালমানিয়া এবং জিদহাফস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ৮ জুন ২০২৩ তারিখ ব্রেন স্ট্রোক রোগী নোয়াখালী চাটখিল উপজেলার শাহজাহানকে দূতাবাসের আর্থিক সহযোগিতায় একজন মেডিকেল এসকর্টসহ বাংলাদেশে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ দূতাবাস, মানামা, বাহরাইন কর্তৃক তাদের সকলকে আর্থিক সহযোগিতা প্রদানসহ সার্বিক বিষয়ে দেখভাল করা হয়েছে। দূতাবাস বাহরাইনে বসবাসরত প্রবাসীদের সেবা দানে সদা তৎপর।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More