পর্তুগালে বরিশাল কমিউনিটির আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক:
পর্তুগালের রাজধানী লিসবনে ’বৃহওর বরিশাল কমিউনিটি অব পর্তুগালে’র আনন্দ ভ্রমণ উদযাপিত হয়েছে। রবিবার শহরের অল্টো দা সেরাফিনা রিক্রিয়েশনাল পার্কে বরিশাল বিভাগের সব জেলার শতাধিক প্রবাসীরা দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন। উপস্থিত ছিলেন বরিশাল কমিউনিটির প্রধান উপদেষ্টা মোঃ হেলাল উদ্দিন, সংগঠনের সভাপতি শাহীন সাঈদ , সাধারণ সম্পাদক এম কে নাসির, সহ-সভাপতি আবদুস সালাম, ফরিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা এবং ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনের প্রচার সম্পাদক স্বপ্নীল নিশান, সদস্য রাহাত হাসান, এম কে নাসির প্রমুখ।
ছুটির দিনে সকাল থেকেই প্রবাসী বাংলাদেশীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অল্টো দা সেরাফিনা পার্ক। মধ্যাহ্ন ভোজের পর ফুটবল খেলা, হাড়ি ভাঙা, বালিশ খেলা এবং শিশুদের দৌড় প্রতিযোগিতা এবং লটারির কুপনের র ্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে বিজয়ীদের পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হয় দিনব্যাপী আয়োজন।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More