ভূমধ্যসাগর থেকে ৪৮৫ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়ায় ফেরত

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা প্রায় পাঁচশ অভিবাসনপ্রত্যাশীকে লিবিয়াতে ফেরত পাঠানো হয়েছে৷ জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) এই তথ্য জানিয়েছে৷
ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের লিবিয়াতে ফেরত পাঠানোয় উদ্বেগ জানিয়ে আইওএমের মুখপাত্র ফ্লাভিও ডি গিয়াকোমো এক টুইটে বলেন, ‘‘লিবিয়া একটি অনিরাপদ জায়গা৷ সেখানে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে যাওয়া উচিত নয়৷’’
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান, সাগর থেকে ৪৮৫জনকে উদ্ধার করে লিবিয়ার বেনগাজি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে৷ অভিবাসনপ্রত্যাশীরা কোন জায়গা থেকে ইউরোপের দিকে যাত্রা করেছিলেন বা তাদের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংস্থাটি৷
এ বিষয়ে রয়টার্সের খবরে বলা হয়, গত বুধবার থেকে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে সাগরে ভাসমান একটি নৌকার কোনো সন্ধান পাচ্ছিল না বেসরকারি সংস্থা অ্যালার্ম ফোন৷ ওইসময় লিবিয়ার উপকূল থেকে ৩২০ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে নৌকাটি সাগরে ডুবে যাচ্ছিল৷
পরে বৃহস্পতিবার ইতালির কোস্টগার্ড ভূমধ্যসাগর থেকে দুটি আলাদা অভিযানে এক হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে৷ কিন্ত অ্যালার্ম ফোন জানায়, তারা যে নৌকাটির সন্ধান পাচ্ছিল না ইতালির উপকূলরক্ষীদের উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীরা ওই নৌকার আরোহী ছিলেন না৷
আন্তর্জাতিক আইন অনুযায়ী, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা নির্যাতনের মুখে পড়তে পারে এমন কোনো দেশে ফেরত পাঠানো আইন বর্হিভূত৷ কিন্তু আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই অভিবাসনপ্রত্যাশীদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে৷ সূত্র: ইনফোমাইগ্রেন্টস।
Related News

ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More

ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More