লিবিয়ায় জনশক্তি রপ্তানির সুযোগকে কাজে লাগানোর নির্দেশ

নিউজ ডেস্ক:
লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সেখানে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
রবিবার (২৮ মে) দুপুরে বঙ্গভবনে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
বৈঠক শেষে প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, “রাষ্ট্রপতি বাংলাদেশের বাণিজ্য-বিনিয়োগসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতসমূহ লিবিয়ার বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার আহ্বান জানান।”
লিবিয়া বাংলাদেশের জনশক্তি রপ্তানির একটি সম্ভাবনাময় গন্তব্য বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি। তিনি লিবিয়ায় বাংলাদেশের জনশক্তি ও বিভিন্ন পণ্য রপ্তানির সুযোগকে কাজে লাগাতে রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।
রাষ্ট্রপ্রধান পারস্পরিক সম্পর্ক আরও জোরদারে দুই দেশের মধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন । এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
Related News

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে যা বলল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট
নিউজ ডেস্ক: বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নিয়ে নিজেদের অবস্থান পরিস্কার করল যুক্তরাষ্ট্র। দেশটির হোয়াইটRead More

রোহিঙ্গা প্রত্যাবাসন শিগগিরই শুরুর আশাবাদ
নিউজ ডেস্ক: মিয়ানামারের সেনাবাহিনীর নির্যাতনে প্রাণ নিয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের প্রত্যাবাসনRead More