Main Menu

এবার সিসিক নির্বাচনে প্রার্থী হয়ে যে রেকর্ড গড়লেন রোকসানা

নিউজ ডেস্ক:
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়ে ইতিহাস তৈরী করলেন এডভোকেট রোকসানা বেগম শাহনাজ।

 

তিনি সংরক্ষিত ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্যানেল মেয়র। আসন্ন নির্বাচনে ২৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শাহনাজ। এছাড়াও তিনি সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সিলেট মহিলা দলের সভাপতি।

 

জানা গেছে, ২০০১ সালে সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা হবার পর থেকে এ পর্যন্ত এই সিটিতে চারবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন নির্বাচনেই সাধারণ কাউন্সিলর পদে কোন নারী প্রতিদ্বন্দ্বিতায় করেন নি। এবারই প্রথম শাহনাজ সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

 

আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র বাছাইর শেষ তারিখ ২৫ মে। প্রত্যাহার ১ জুন। ৭৯ দশমিক ৫০ বর্গকিলোমিটার আয়তনের এই মহানগরীর ওয়ার্ড ৪২টি। মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ৬০৫ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৩ হাজার ৭৬৩ ও নারী ২ লাখ ৩২ হাজার ৮৪২ জন। মোট কেন্দ্র ১৯০টি এবং ভোটকক্ষ ১ হাজার ৩৬৪টি। আগামী ২১ জুন পঞ্চমবারের মতো সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *