সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক:
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ২টি বগি ও ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার (২০ মে) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যান অতিক্রম করার সময় লাইনের উপর হেলে পড়া একটি গাছের সাথে ধাক্কা লেগে ইঞ্জিন ও ২টি বগি লাউনচ্যুত হয়।
তিনি আরও জানান, সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। অপরদিকে, কুলাউড়া থেকে উদ্ধারকারী আরও একটি ট্রেন দুর্ঘটনাস্থলে আসছে বলে জানান তিনি।
দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বলে জানান স্টেশন মাস্টার সাখাওয়াত।
Related News

সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More

ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More