Main Menu

সুদান থেকে দেশে ফিরেছেন ৭২১ বাংলাদেশি

বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুদ্ধকবলিত সুদান থেকে ৭২১ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে আরও ১৬০ জন দেশে ফেরার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।

বৃহস্পতিবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ সরকার নিজ খরচে সুদান থেকে আরও ৭২১ জনকে দেশে ফিরিয়ে এনেছে। আরও ১৬০ জন বাংলাদেশি দেশে ফেরার জন্য আবেদন করেছেন। সুদানে অবস্থানরত বাকি বাংলাদেশিদের বদর এয়ারলাইন্সে সরকারি খরচে সুদান থেকে জেদ্দা পরিবহন করা হচ্ছে। জেদ্দা পৌঁছানো মাত্র তাদের দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের ফ্লাইটে বোর্ডিং করিয়ে দেওয়ার জন্য জেদ্দা কনস্যুলেটর নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবার ঐকান্তিক প্রচেষ্টায় আটকে পড়া সব বাংলাদেশিদের নিরাপদে আমরা দেশে ফিরিয়ে আনতে পারবো বলে আমাদের বিশ্বাস।

এর আগে গত ৮ মে সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে প্রথম দফায় দেশে ফেরেন ১৩৬ বাংলাদেশি। সব মিলিয়ে কয়েক দফায় সুদান থেকে দেশে ফেরেন ৭২১ জন।

প্রসঙ্গত, সুদানে প্রায় দেড় হাজার বাংলাদেশি ছিলেন। এর মধ্যে ৭২১ নাগরিক ফিরেছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *