তুরস্কে অভিবাসীদের বিরুদ্ধে আরো কঠোর এরদোয়ান বিরোধীরা
নিউজ ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ানের বিরোধী পক্ষে দাবি করেছে যে দেশটির সরকার এক কোটি ‘অনিয়মিত’ অভিবাসীকে আশ্রয় দিয়েছে৷ ২৮ মে নির্বাচনের দ্বিতীয় রাউন্ডের আগে বেশ জাতীয়তাবাদী হয়ে উঠছে কিরিচদারোলু শিবির৷
তুর্কি নির্বাচনে ছয় দলীয় বিরোধী জোটের প্রার্থী কেমাল কিরিচদারোলু৷ গত রোববার প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম রাউন্ডে এরদোয়ানের পর দ্বিতীয় অবস্থানে ছিলেন তিনি৷ নির্বাচনপূর্ব কিছু জরিপ যদিও বলেছিল যে তিনি প্রথম হতে পারেন৷ কিন্তু বাস্তবে তা ঘটেনি৷
কিরিচদারোলু শরণার্থীদের নিয়ে এমন এক সময় এই মন্তব্য করলেন যখন তার দল অভিযোগ করেছে যে রোববারের নির্বাচনে হাজার হাজার ব্যালট বাক্সকেন্দ্রিক অনিয়ম ঘটেছে৷
এরদোয়ানের ক্ষমতাসীন ইসলামপন্থি একে পার্টি এবং এটির জাতীয়তাবাদী জোট নির্বাচনের প্রথম ধাপে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও তিনি নিজের পক্ষে প্রায় ৫০ শতাংশ ভোট পান৷ তুরস্কে প্রেসিডেন্ট পদে অাসীন হতে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হয়৷ ফলে নির্বাচন দ্বিতীয় রাউন্ডে গড়িয়েছে৷
উদারপন্থি হিসেবে বিবেচিত সিএইচপি পার্টির প্রধান কিরিচদারোলু পেয়েছেন ৪৪.৯% ভোট৷ টানা ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের বিপক্ষে একজন প্রতিদ্বন্দ্বীর এটাই এখন অবধি সবচেয়ে বড় অর্জন৷
তৃতীয় প্রার্থী সিনান ওগান প্রথম দফায় ৫.১৭% ভোট পেয়েছিলেন৷ এরদোয়ান এবং কিরিচদারোলু দ্বিতীয় দফায় এই সমর্থন নিজেদের দিকে টানতে দেনদরবার করছেন৷
কিরিচদারোলু বুধবার টুইটারে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা আমাদের দেশকে এমন মানসিকতা নিয়ে পরিত্যক্ত করবো না যা এক কোটি অনিয়মিত অভিবাসীকে আসার সুযোগ করে দিয়েছে৷’’ তিনি এই বলেও সতর্ক করেছেন যে তার দেশে অভিবাসীর সংখ্যা তিন কোটিতে গিয়ে পৌঁছাতে পারে৷
এমন পরিস্থিতি বদলাতে তাই দেশপ্রেমীদের ভোট দিতে আহ্বান জানিয়েছেন কিরিচদারোলু৷
তবে, অভিবাসীদের এই সংখ্যার পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি৷ আনুষ্ঠানিক পরিসংখ্যান বলছে, তুরস্ক ৪০ লাখের মতো শরণার্থীকে আশ্রয় দিয়েছে যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ৷
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, চলতি বছর ১১ মে অবধি ৫০ হাজার ৬০০ অনিয়মিত অভিবাসীকে আটক করেছে তুরস্ক৷ গতবছর সংখ্যাটি ছিল দুই লাখ ৮৫ হাজার জন৷
কিরিচদারোলুর জাতীয়তবাদের সুর দেয়া ভিডিও বক্তব্য এই ইঙ্গিতই দিচ্ছে যে তিনি তার মধ্যপন্থি অবস্থান থেকে ক্রমশ সরে যাচ্ছেন৷
এটা ওগানের সমর্থকদের নিজের দিকে টানারও চেষ্টা হতে পারে৷ ওগান নির্বাচনী প্রচারণায় অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর কথা বলেছিলেন যার মধ্যে ৩৬ লাখের মতো সিরীয় শরণার্থীও রয়েছেন যারা যুদ্ধের কারণে প্রতিবেশি তুরস্কে আশ্রয় নিয়েছেন৷
প্রথম ধাপে এগিয়ে থাকা এরদোয়ান অবশ্য বলছেন যে শুধু তিনিই তুরস্কে স্থিতিশীলতা নিশ্চিত করতে পারেন৷ দেশটিতে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে এবং মুদ্রাস্ফীতি সীমা ছাড়াচ্ছে৷ গত ফেব্রুয়ারিতে ভূমিকম্পেও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্ক৷
বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে কোনো প্রকার তথ্যপ্রমাণ উপস্থাপন ছাড়াই এরদোয়ান দাবি করেছিলেন যে তার বিরোধীপক্ষকে কুর্দি জঙ্গিরা সমর্থন দিচ্ছেন৷ অনেক ভোটার এই বিষয়টিতে বিভ্রান্ত হয়ে অর্থনৈতিক দুরাবস্থা সত্ত্বেও এরদোয়ানের পক্ষ নিয়েছেন৷
ছয় দলের বিরোধী জোটে না থাকলেও কুর্দি দল ওয়াইএসপি কিরিচদারোলুকে সমর্থন জানানোর বিষয়টিকে এভাবে রাঙিয়েছেন এর্দোয়ান৷
ওয়াইএসপি দলটি সংসদীয় নির্বাচনে একেপি এবং সিএইচির পর তৃতীয় অবস্থানে রয়েছে৷ কোনো কুর্দি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে দলটি সম্পৃক্ত নয় বলে জানিয়েছে৷
এমএকে পোলিং কোম্পানির চেয়ারম্যান মেহমাত আলী কুলাত জানান যে অনেক ভোটার মনে করছে বিরোধী জোটের নীতি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথেষ্ট কঠোর নয়৷
‘সরকার ভোটারদেরকে এই প্রশ্নের উত্তর দেওয়াতে পেরেছে: ঠিক আছে, আপনি কিছু সম্পদ হারিয়েছেন কিন্তু দেশটাও কি হারাতে চান?,’’ বলেন কুলাত৷
ভিডিও বার্তায় কিরিচদারোলু অভিযোগ করেছেন যে ২০১৬ সালে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত নেটওয়ার্ককে সহযোগিতা করছেন৷ এই নেটওয়ার্ককে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More