যুক্তরাষ্ট্র আ.লীগ সভাপতি সিদ্দিকুর হাসপাতালে

নিউজ ডেস্ক:
যুুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ নাজনীতিক ড. সিদ্দিকুর রহমান হার্টের সমস্যায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
১৬ মে মঙ্গলবার নিউ জার্সির রবার্ট উড জনসন ইউনিভিারসিটি হাসপাতালে সিদ্দিকের পায়ের একটি সার্জারি করা হয়েছে। অপারেশন সফলও হয়েছে। কিন্তু অপারেশন প্রক্রিয়া চলাকালীন সময়ে তার হার্টের সমস্যা ধরা পড়ে। ডাক্তারদের পরামর্শে তিনি হাসপাতালে অবজারভেশনে রয়েছেন।
বর্তমানে তার সকল শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে। অনেকে বলছেন, এনেসথেসিয়ার প্রতিক্রিয়ায় এটা হতে পারে। বুধবার সকল চেক আপের পর চিকিৎসকারা তাকে ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত দেবেন।
এর আগে মঙ্গলবার রাতে গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেন, আল্লাহ’র রহমতে ভালো আছি। একটি বিশেষ কেবিনে আমাকে রাখা হয়েছে। ডাক্তারের অবজারভেশনে আছি। চেক আপ চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার আমাকে হাসপাতাল থেকে রিলিজ দিতে পারে। এখন কোন সমস্যা ফিল করছি না। তিনি বলেন, আমি সকলের কাছে দোয়া চাইছি।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More