Main Menu

শাহজালাল রহ: দরগাহ মাদরাসার মুহতামিম মুফতি মুহিব্বুল হক আর নেই

নিউজ ডেস্ক:
সিলেটের প্রাচীনতম দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদরাসার মহাপরিচালক, ইসলামী আলোচক, গবেষক এবং ইসলামি চিন্তাবিদ শায়খুল হাদিস মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার বাদ মাগরিব তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কওমি মাদরাসার সর্বোচ্চ সম্মিলিত শিক্ষাবোর্ড ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’র ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

একইসাথে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জামেয়া আয়েশা সিদ্দিকার প্রিন্সিপাল মাওলানা মুখলিসুর রাহমান রাজাগঞ্জি।

তিনি বলেন, বুধবার বাদ মাগরিব হুজুর স্ট্রোক করেন। সাথে সাথে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৭৮ বছর বয়সী এ বরেণ্য আলেম ১৯৬৯ সাল থেকে শিক্ষকতা পেশায় নিয়োজিত। তিনি আযাদ দ্বীনী এদারায়ে তালিম বাংলাদেশের পরীক্ষা নিয়ন্ত্রক এবং বাংলাদেশের কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ’র অন্যতম সদস্য ছিলেন। সারাদেশে তার অসংখ্য ছাত্র রয়েছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *