কর্মী পাঠাতে মালয়েশিয়ার সঙ্গে আলোচনার সুপারিশ
বিদেশবার্তা২৪ ডেস্ক:
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ও অভিবাসন ব্যয় কমিয়ে আনার বিষয়ে দেশটির সরকারের সঙ্গে আলোচনা করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (১১ মে) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
জানা গেছে, বৈঠকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জনবল নিয়োগ নিয়ে আলোচনা হয়। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বৈঠকে জানায়, দেশের বিভিন্ন টিটিসিতে এখন সাড়ে তিন হাজার জনবলের চাহিদা আছে; কিন্তু অনুমোদন পাওয়া গেছে ১৮০ জনের। জনবলের অভাবে অনেক প্রতিষ্ঠান চালু করা যাচ্ছে না। পরে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে কমিটির পরবর্তী বৈঠকে তলব করার সিদ্ধান্ত হয়।
সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) জনবল নিয়োগ দ্রুত করার জন্য বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়কে তলব করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বৈঠকে প্রবাসী আয় বৃদ্ধি ও হুন্ডি বন্ধ করা ছাড়াও প্রবাসীদের অর্থনৈতিক নিরাপত্তা বিধানে আরও কী কী সুবিধা দেওয়া যেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে একটি কর্মশালা আয়োজন করার সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সদস্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, মোয়াজ্জেম হোসেন, মৃণাল কান্তি দাস, আয়েশা ফেরদাউস, পংকজ নাথ, মো. সাদেক খান ও হাবিবুর রহমান বৈঠকে অংশ নেন।
Related News
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More
বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More