রোমানিয়ায় ৩ বাংলাদেশি গ্রেপ্তার, একজনকে ডিপোর্ট

বিদেশবার্তা২৪ ডেস্ক:
মধ্য-পূর্ব রোমানিয়ার বিস্ত্রিতা-নাসাউদ কাউন্টি থেকে তিন জন বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। অনিয়মিত অভিবাসনের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তারের পর একজনকে ঢাকায় ডিপোর্ট করা হয়েছে।
রোমানিয়ার জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২০২২ সাল থেকে দেশজুড়ে অবৈধ অভিবাসন বিরোধী নানা অভিযান পরিচালনা করে আসছে সীমান্ত পুলিশসহ রোমানিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় ৩ মে তিন জন বাংলাদেশি অভিবাসী গ্রেপ্তার করে বুখারেস্ট কর্তৃপক্ষ।
বিস্ত্রিয়া-নাসাউদ কাউন্টির পুলিশ ইন্সপেক্টরেট এবং স্থানীয় পুলিশের জেন্ডারমেরি শাখার সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া তিন অনিয়মিত বাংলাদেশি ২২ থেকে ৪৬ বছর বয়সি। তারা সবাই বৈধভাবে দীর্ঘমেয়াদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে রোমানিয়ায় প্রবশ করেছিলেন। কিন্তু অভিযানের সময় তাদের ভিসার মেয়াদ ছিল না৷ ফলে তারা অনিয়মিতভাবে রোমানিয়ায় অবস্থান করছিলেন। নিয়ম অনুযায়ী দীর্ঘ মেয়দি ভিসা অথবা রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট অভিবাসীদের রোমানিয়া ভূখণ্ড ছেড়ে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
গ্রেপ্তার তিন বাংলাদেশিদের দুই জনের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে স্বেচ্ছায় রোমানিয়া ছেড়ে যাওয়ার নোটিশ জারি করেছে স্থানীয় অভিবাসন দপ্তর।
তৃতীয় জনকে আটকের পর বুখারেস্টের হেনরি কোন্ডা বিমানবন্দর বর্ডার পয়েন্টে নিয়ে যাওয়া হয়। পরে রোমানিয়া পুলিশের উপস্থিতিতে বিশেষ চার্টার ফ্লাইটে বাংলাদেশের রাজধানী ঢাকায় ডিপোর্ট করা হয়েছে।
ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর আগে আগামী ১ বছরের জন্য ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোতে এবং ছয় মাসের জন্য ইউরোপিয়ান ইকোনমিক এরিয়া ও সুইজারল্যান্ডে প্রবেশের নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷
বিজ্ঞপ্তিতে আইজিআই আরও জানিয়েছে, অভিবাসীদের অবৈধ অবস্থান এবং বেআইনি কাজের বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ জারি থাকবে। রোমানিয়ায় অবস্থানরত সব বিদেশি নাগরিকদের আইন মেনে চলতে আহ্বান জানানো হয়েছে।
Related News

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More

কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More