অস্ট্রেলিয়ায় বাংলাদেশি শিক্ষার্থী খুন

নিউজ ডেস্ক:
অস্ট্রেলিয়ার ডারউইনে নিজ বাড়িতে হামলার শিকার হয়ে এক বাংলাদেশি ছাত্র (২৩) প্রাণ হারিয়েছে। স্থানীয় সময় বুধবার ডারউইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর।
ডেইলি মেইলের খবরে বলা হয়, বুধবার ভোর সাড়ে ৪টার দিকে ডারউইনে বাসার বিছানায় বাংলাদেশি ছাত্রকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান বন্ধুরা। এসময় একজন অনুপ্রবেশকারী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিক্ষার্থীকে ডারউইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বুধবার সকাল থেকে মাথায় আঘাত নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
নিহত শিক্ষার্থী চার্লস ডারউইন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। তার মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়টির ভাইস-চ্যান্সেলর প্রফেসর স্কট বোম্যান।
এ ঘটনায় ২৯ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
Related News

মালয়েশিয়ায় যেতে পারছেন না ১ লাখ কর্মী
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে জট লেগেছে। প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মীর ভিসারRead More

আমিরাতে প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম মঙ্গলবার (৩০ মে)Read More