যুক্তরাষ্ট্রে ধূলি ঝড়ে গাড়ি দুর্ঘটনায় ৬ জন নিহত
বিদেশবার্তা২৪ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের একটি মহাসড়কে সোমবার দুর্ঘটনায় কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। ওই মহাসড়ক বরাবর ধূলি ঝড়ের কারণে চালকরা সামনে দেখার ক্ষেত্রে সমস্যায় পড়ায় এসব দুর্ঘটনা ঘটে। ধূলি ঝড়ের সময় প্রায় ১শ’টি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। পুলিশ এ কথা জানিয়েছে।
ইলিয়ন রাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রবল বাতাসের কারণে মহাসড়ক ধূলিকণায় ছেয়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ৩০ বাণিজ্যিক যানবাহনসহ ৪০-৬০টি যাত্রীবাহী গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।’
বিবৃতিতে আরো বলা হয়, সকাল ১০টার দিকে এসব দুর্ঘটনার সময় দুটি ট্রাকে আগুন ধরে যায়। ইন্টারস্টেট ৫৫’র দুই মাইলের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। সড়কটি শিকাগো এবং সেন্ট লুইসের মতো শহরগুলোকে সংযুক্ত করেছে।
পুলিশ জানায়, এসব দুর্ঘটনায় ৩০ জনেরও বেশি আহত হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
এ ধূলি ঝড়ে ওই মহাসড়কে এমন অবস্থার সৃষ্টি হয় যে কিছু ক্ষেত্রে সামান্য দূরত্বেও দেখা যাচ্ছিল না।
২০২১ সালে যুক্তরাষ্ট্রের উটাহে একই ধরনের ঝড়ের কারণে দুর্ঘটনায় আটজন প্রাণ হারায়। তখন ওই ঝড়ে ২২টি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিল।
সূত্র: বাসস
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More