সাহিত্য ও সংস্কৃতির উৎকর্ষ সাধনে কবি শাহ কামাল আহমদের অবদান স্মরণীয় হয়ে থাকবে
নিউজ ডেস্ক:
বাংলা সাহিত্যে প্রবাসী লেখকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
৩০ এপ্রিল রবিবার সিলেটের নজরুল একাডেমিতে বাংলা সাহিত্য ফোরাম ইউকের প্রতিষ্ঠাতা , যুক্তরাজ্য প্রবাসী কবি ও সংগঠক শাহ্ কামাল আহমেদ এর উদ্যোগে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কবি শাহেদ বিন জাফর এর সভাপতিত্বে ও কবি সংগঠক লুৎফুর রহমান তারেক এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কবি ও গবেষক , প্রাক্তন উপসচিব ড. শেখ ফজলে এলাহী বাচ্চু।
অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও শিক্ষাবিদ অধ্যক্ষ কালাম আজাদ।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন কবি ও লোকসাহিত্য গবেষক আবু সালেহ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লেখক আব্দুল হাই মোশাহিদ, অধ্যাপক কবি নাজমুল আনসারী , সাংবাদিক কবি নাজমুল ইসলাম মকবুল।
Related News
‘পালংকিতে রইয়াছে অমূল্য ধন আও বরণ জেওরো মাঝ সহোদ্রের রূপকথার তুষার পরি নাড়ে ছড়ি’
‘পালংকিতে রইয়াছে অমূল্য ধন আও বরণ জেওরো মাঝ সহোদ্রের রূপকথার তুষার পরি নাড়ে ছড়ি’। কোনোRead More
বই মেলায় বেরিয়েছে ডা. স্বপ্নীলের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও আমাদের চুড়ান্ত বিজয়’
বই মেলায় বেরিয়েছে ডা. স্বপ্নীলের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও আমাদের চুড়ান্ত বিজয়’। এবারের বই মেলাকেRead More