Main Menu

ভূমধ্যসাগরে ভাসমান ৪১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে ৪১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে জার্মানির একটি বেসরকারি সংস্থার উদ্ধারকারী জাহাজ নাদির৷ বুধবার এসব অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের পর ইতালির লাম্পেদুসায় নিয়ে আসা হয়েছে৷ উদ্ধারকৃতদের মধ্যে একজন শিশু ও একজন অন্তঃসত্ত্বাও রয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারীরা।

হামবুর্গভিত্তিক রেসকিউশিপের জাহাজ নাদিরের এক নাবিক জানান, ইঞ্জিন বিকল হয়ে ছোট আকারের নৌকায় ৪১ জন যাত্রী নিয়ে জনাকীর্ণ অবস্থায় নিয়ে সাগরে ভাসছিল৷ খবর পেয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর জাহাজে থাকা ৪১ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়৷ পরে ল্যাম্পেদুসায় নিয়ে আসা হয় এসব অভিবাসনপ্রত্যাশীকে।

উল্লেখ্য, সাগর পাড়ি দিয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি পৌঁছানোর চেষ্টা প্রতিনিয়তই বাড়ছে৷ চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৩৬ হাজার ৬০০ অভিবাসনপ্রত্যাশী ইতালি পৌঁছেছেন৷ গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল নয় হাজার৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *