Main Menu

ফিলাডেলফিয়া সিটি নির্বাচনে মেয়র পদে লড়বেন হেলেন জিম

বিদেশবার্তা২৪ ডেস্ক:

ফিলাডেলফিয়া সিটির আগামী নির্বাচনে মেয়র পদে লড়বেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির হিতৈষী এবং বর্তমান ফিলাডেলফিয়ার তুখোড় কাউন্সিল উইমেন “Helen Gym”। তিনি বাংলাদেশি তথা সমস্ত ফিলাডেলফিয়া শহরের সব ধরনের উন্নতি, শিক্ষার মান, ইমিগ্রেন্টদের সুবিধা ও সম্মান ইত্যাদি ক্ষেত্রে বহু বছর থেকে অসামান্য অবদান রেখে চলেছেন।

তাঁর এই অগ্রযাত্রা আমাদের সবার জন্য অত্যন্ত সৌভাগ্যের। প্রথম থেকে তাঁকে সহায়তা করার জন্য আমরা আগামী বৃহস্পতিবার রাত ৬:৩০ থেকে ৮ পর্যন্ত “Indian Sizzler” (3651 Lancaster Ave,Pa :- 19104) রেস্টুরেন্টে একটি তহবিল সংগ্রহের আয়েজন করা হয়েছে। আপনার উপস্থিতি ও অনুদান ফিলাডেলফিয়া মেয়র পদে এবং একজন নিঃস্বার্থ কমিউনিটিকে বাংলাদেশিদের এই সহায়তা ভবিষ্যতে একটি উজ্জল ভূমিকা রাখবে। আপনার উপস্থিতি একান্ত কাম্য।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *