তিউনিশিয়া উপকূল থেকে ৭০ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার
নিউজ ডেস্ক:
তিউনিশিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করা কয়েকটি নৌকাডুবির ঘটনায় অন্তত ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিউনিশিয়ার উপকূলীয় শহর স্ফ্যাক্সের কাছে সোমবার দুটি নৌকা ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সেখানকার বিচার বিভাগীয় কর্মকর্তা ফৌজি মাসমুদি৷
বার্তা সংস্থা রয়টার্সকে ফৌজি মাসমুদি বলেন, ‘‘অভিবাসীদের মরদেহ রাখা নিয়ে চাপের মধ্যে পড়েছে স্ফ্যাক্স হাসপাতাল৷ কারণ ধারণ ক্ষমতার চেয়ে মরদেহের সংখ্যা বেশি৷ ফলে, এটি জনস্বাস্থ্যের জন্যও হুমকি হিসেবে দেখা হচ্ছে। মরদেহ সংরক্ষণ করাটাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷
তিনি বলেন, গত শুক্রবার থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টারত অন্তত ৭০ জন আফ্রিকান অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
উপকূলরক্ষীরা ভেবেছিলেন, মরদেহের সংখ্যা হতে ৩১ পর্যন্ত হতে পারে৷ কিন্তু সোমবার ডুবে যাওয়া নৌকাগুলো থেকে আরো ৪৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে ভূমধ্যসাগরের লিবিয়ার উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ৫৭ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করেছে লিবিয়ার কোস্ট গার্ড। এদের বেশিরভাগই পাকিস্তান, সিরিয়া, তিউনিশিয়া ও মিশরের নাগরিক।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More