যুন্নুরাইন ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ ফুড প্যাক বিতরণ

বিদেশবার্তা২৪ ডেস্ক:
দোয়া মাহফিলের মাধ্যমে যুন্নুরাইন ফাউন্ডেশন রাজনগর বিশ্বনাথ এর আয়োজনে ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাকির হোসেন সুমনের অর্থায়নে এলাকার দুইশত অসচ্ছল পরিবারের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফুড প্যাক বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ফাউন্ডেশনের চেয়ারম্যান সুলেমান আহমদের সভাপতিত্বে ও মাওলানা জাকওয়ান আহমদ ও মাওলানা আনওয়ার আলীর পরিচালনায় আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন মাওলানা নুমান আহমদ, মাওলানা লুকমান আহমদ।
এর পূর্বে ফাউন্ডেশনের পক্ষ থেকে গৃহহীন দুটি পরিবারকে গৃহ নির্মাণ, ও কয়েকটি পরিবারকে চালের টিন, পরিধেয় বস্ত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।
মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন হাফিজ রেজওয়ান আহমদ। দোয়া শেষে তেল পিয়াজ রসুন চিনি লবন ডাল লাচ্ছি দুধ চাউল ময়দার প্যাকেট সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।
Related News

সুদের টাকা দান করলে সওয়াব হবে?
ধর্ম ডেস্ক: দুনিয়াতে সাতটি ধ্বংসাত্মক মহাপাপ আছে। তন্মধ্যে অন্যতম হলো সুদ। রাসুলে আকরাম (সা.) বলেছেন,Read More

১৪ নারী ছাড়াও আরও যাদের বিয়ে করা হারাম
ধর্ম ডেস্ক: ইসলামী শরীয়তের দৃষ্টিতে নারী-পুরুষদের জন্য ১৪ জনকে মাহরাম হিসেবে গণ্য করা হয়েছে। যাদেরRead More