Main Menu

মাল্টার নৌকা থেকে ৪৪০ অভিবাসী উদ্ধার

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বিপদ সঙ্কেতে সাড়া দিয়ে ১১ ঘণ্টার অভিযানের পরে মাল্টার একটি নৌকা থেকে চার শ’র বেশি অভিবাসীকে উদ্ধার করেছে উদ্ধারকারী জাহাজ ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। উদ্ধারকারী জাহাজ কর্তৃপক্ষ বুধবার এ কথা জানিয়েছে।

দাতব্য সংস্থাটি এক টুইটে বলেছে, বৈরী আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরে আশ্রয়স্থলের দিকে যাওয়ার সময় তাদের উদ্ধারকারী জাহাজ জিও বারেন্টস ওই বিপদ সঙ্কেত পেয়েছিল। একটি ঝড়ো সমুদ্রে ১০ ঘণ্টার বেশি নেভিগেশনের পর মঙ্গলবার ভোর ৪টায় জিও ব্যারেন্টস অবশেষে নৌকার কাছে পৌঁছেছে।’

এতে বলা হয়, ‘দুর্ভাগ্যবশত, আবহাওয়া পরিস্থিতি আমাদের দলকে সরাসরি উদ্ধার কাজ করার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে, এতে অভিবাসী এবং এমএসএফ দলের জীবনকে বিপন্ন করতে পারে এমন আশঙ্কা দেখা দেয়। কিন্তু বিকেলের দিকে, জিও ব্যারেন্টস জাহাজে তার স্পিড বোটগুলি চালু করতে সক্ষম হয়েছিল। এমএসএফ স্পিড বোটের মাধ্যমে অভিবাসীদের জাহাজে তুলে নিয়ে আসে। লাইফ জ্যাকেট পরা লোকদের সাথে নীল এবং সাদা নৌকার ডেকের ছবি সহ টুইট করেছে এমএসএফ।

দাতব্য সংস্থাটি টুইটে বলেছে, ‘ উদ্ধার হওয়া আটজন মহিলা এবং ৩০ জন শিশু সহ মোট ৪৪০ জন এখন নিরাপদে জিওব্যারেন্টসে রয়েছে এবং উদ্ধারকারী টিম তাদের সেবা প্রদান করছে।’






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *