বাহুবলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
নিউজ ডেস্ক:
হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহত দুই শিশু হলো- ওই গ্রামের মহিউদ্দিনের ছেলে ইয়াছিন মিয়া (৪) ও সালাহ উদ্দিনের মেয়ে দেড় বছর বয়সী জান্নাত। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই-বোন।
শনিবার দুপুরের দিকে উপজেলার রঘুরামপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বাড়ির পাশের পুকুরে নেমে তলিয়ে যায় ইয়াছিন ও জান্নাত। এদিকে বাড়িতে শিশু দুটিকে না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। একপর্যায়ে পুকুরটি থেকে শিশুটির দুইটিকে নিথরাবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম বলেন, ওই শিশুরা চাচাত ভাইবোন। দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে যায়। পরে তাদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল মডেল থানার ওসি রকিবুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেন।
Related News
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক
সুনামগঞ্জে হাওরে জলাবদ্ধতায় বিপাকে কৃষক চলতি বোরো আবাদ মৌসুমে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাওরে জলাবদ্ধতার কারণেRead More
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল
ভারতের উচিত সীমান্ত হত্যা বন্ধ করা: মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,Read More