Main Menu

ইতালি পৌঁছেছে বাংলাদেশিসহ ৬৫০ অভিবাসনপ্রত্যাশী

বিদেশবার্তা২৪ ডেস্ক:
ইতালির দক্ষিণে রোচেল্লা ইওনিকার ক্যালাব্রিয়ান বন্দরে পৌঁছেছেন বাংলাদেশিসহ ৬৫০ জন অভিবাসনপ্রত্যাশী। রবিবার রাতে মাছ ধরার নৌকায় তারা ইতালির উপকূলে পৌঁছেছেন।

ইতালির বার্তা সংস্থা আনসা জানিয়েছে, ৩০ মিটার দীর্ঘ একটি নৌকায় করে এসব অভিবাসী উপকূলে পৌঁছান৷ আরো পাঁচ দিন আগে লিবিয়ার উপকূল থেকে রওনা হয়েছিলেন তারা।

আনসা জানিয়েছে, ক্যালাব্রিয়ায় আগত এসব অভিবাসনপ্রত্যাশীদের সবাই পুরুষ৷ তারা সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ ও মিশর থেকে এসেছেন। তবে কোন দেশ থেকে কতজন এসেছেন সে তথ্যটি এখনও জানা যায়নি৷ আগতদের সবাই শারীরিকভাবে সুস্থ রয়েছেন।

ভূূমধ্যসাগরে সাম্প্রতিক সময়ে কয়েকটি নৌকাডুবি এবং শতাধিক মানুষের মৃত্যুর পরেও ইউরোপমুখী অভিবাসনপ্রত্যাশীদের ঢল বেড়েই চলেছে। মৃত্যুর ঝুঁকি জেনেও ইতালির উপকূলের দিকে ছুটছেন অভিবাসনপ্রত্যাশীরা। শুক্র এবং শনিবার মিলিয়ে দুই দিনে অন্তত তিন হাজার অভিবাসনপ্রত্যাশী এসেছেন ইতালির লাম্পেদুসায়৷

আনসার রিপোর্টে আরও বলা হয়েছে, শনিবার লাম্পেদুসা পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীদের সংখ্যা ছিল এক হাজার ৩৮৭ জন৷ আর শুক্রবার সেই সংখ্যাটি ছিল এক হাজার ৭৭৮ জন৷ তাদের মধ্যে আছে শিশুরাও৷ সবাই নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লাম্পেদুসা উপকূলে পৌঁছেছেন৷

এর মধ্যে শনিবার ভোরে সাতটি নৌকায় ইতালিতে আসেন ২৬৭ জন অভিবাসনপ্রত্যাশী৷ একটি উদ্ধারকারী জাহাজ এবং ইতালীয় উপকূলরক্ষীরা মিলে সাতটি নৌকার মধ্যে ছয়টির যাত্রীদের উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে আসেন৷ শনিবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপীয় ইউনিয়নে আসার পথে আটজনের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে লাম্পেদুসায় নিয়ে আসে ইটালীয় উপকূলরক্ষীরা৷

অপরদিকে, তিউনিশিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের দুইটি নৌকা ডুবে অন্তত ২৯ জন মারা যান৷ শনিবার রাতের এই দুর্ঘটনায় ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে৷ তাদের সবাই সাব-সাহারান আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক বলে জানা গেছে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *