Main Menu

পর্তুগালে দেওয়াল ভেঙে দুই সিলেটীর মৃত্যু

নিউজ ডেস্ক:
পর্তুগালের কৃষি ও পর্যটন শহর বেজায়ে নিজ কর্মস্থলে দু’জন প্রবাসী বাংলাদেশি কনস্ট্রাকশনের কাজে কর্মরত অবস্থায় দেওয়াল ভেঙে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন। নিহতরা হলেন শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। নিহত শাহীন আহমেদ মৌলভীবাজার জেলার সদর থানার বাসিন্দা এবং সুহেদ সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।

সোমবার স্থানীয় সময় বিকেলে এদুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় জিএনআর পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে।

এদিকে, শাহীন এবং সুহেদের মৃত্যুতে লিসবনসহ গোটা পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমদের লাশ দেশে পাঠানো ও জরুরি করণীয় নিয়ে মঙ্গলবার টেস্ট অব লিসবনে বাংলাদেশি কমিউনিটির আহ্বানে এক সভা আহ্বান করা হয়েছে।


Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *