Main Menu

সিলেট ও হবিগঞ্জ কারাগারে বন্দি ৯৯ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী

নিউজ ডেস্ক: মৃত্যুদণ্ডাদেশ মাথায় নিয়ে দেশের বিভিন্ন কারাগারের কনডেম সেলে বন্দি রয়েছে মোট ২ হাজার ১৬২ জন আসামি। এর মধ্যে সিলেট বিভাগের ২টি কারাগারে কনডেম সেলে বন্দি আছেন ৯৯ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত কয়েদি।

সোমবার হাইকোর্টে কারা অধিদপ্তরের দাখিল করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ কয়েদির এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের আদেশে এ প্রতিবেদন হাইকোর্টে দাখিল করা হয়েছে।

তবে সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা কারাগারগুলোতে কনডেম সেল থাকলে মৃত্যুদন্ডপ্রাপ্ত কোন কয়েদি নেই।

জানা গেছে, ২০২১ সালের ২ সেপ্টেম্বর মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে কনডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিন কয়েদি। আদালতে রিট আবেদনটি করেন চট্টগ্রাম কারাগারের কনডেম সেলে থাকা সাতকানিয়ার জিল্লুর রহমান, সিলেট কারাগারে থাকা সুনামগঞ্জের আব্দুল বশির ও কুমিল্লা কারাগারে থাকা খাগড়াছড়ির শাহ আলম। গত বছরের ১ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে তৈরি করা হয়েছে প্রতিবেদনটি।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন জানান, সিলেট কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীদের জন্য ৩০টি সেলে ৯৫ জন বন্দি আছেন। ১টি সেলে ৩ জন করে বন্দি থাকার ব্যবস্থা রয়েছে।

হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিয়ার রহমান জানান, হবিগঞ্জ কারাগারে আলাদা সেল নেই। যেখানে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রাখা হয় সেই সেলটিকে কনডেম সেলের মতো হাই সিকিউরিটি দিয়ে রাখা হয়। হবিগঞ্জ কারাগারে বর্তমানে ৪ জন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী রয়েছেন।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *