কানাইঘাটে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী সম্পন্ন
নিউজ ডেস্ক:
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় কানাইঘাট উপজেলা পর্যায়ে “শিশু-কিশোর ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৩” এর ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৬ ফেব্রুয়ারি ২০২৩ সিলেট জেলার কানাইঘাট উপজেলার ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়’ ও ‘কানাইঘাট উপজেলা পরিষদ ব্যাডমিন্টন’ খেলার মাঠে অনুষ্ঠিত হয়। ভলিবল প্রতিযোগিতার বালক বিভাগের ফাইনালে ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়’(২৫-১৩,১৭-২৫,২৫-১৯) পয়েন্টে ২-১ সেটে ‘কানাইঘাট পাবলিক হাই স্কুল, কানাইঘাট,সিলেটকে’ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকাদের বিভাগের ফাইনালে ‘কানইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়’(২৫-১১,২৫-২১) পয়েন্টে ২-০ সেটে ‘রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়, কানাইঘাট,সিলেটকে’ পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বালক বিভাগের ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের’নাহিদ । বালিকা বিভাগে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের’ মাকসুরা আক্তার । কানাইঘাট উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে অনুষ্ঠিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার বালক বিভাগের দ্বৈত ইভেন্টের ফাইনালে ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়’(২১-১২,২১-১৬)পয়েন্টে ২-০ সেটে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়, কানাইঘাট,সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের বিভাগের দ্বৈত ইভেন্টের ফাইনালে ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় (২১-০৯,১৩-২১,২১-১৮) পয়েন্টে ২-১ সেটে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়, কানাইঘাট,সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে । বালিকাদের একক ইভেন্টের ফাইনালে রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়’(২১-১৫,২১-১৯)পয়েন্টে ২-০ সেটে ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়, কানাইঘাট,সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বালক বিভাগের একক ইভেন্টের ফাইনালে মানিকগঞ্জ উচ্চ বিদ্যালয়, কানাইঘাট, সিলেট (২১-১৭,১১-২১,২১-১২) পয়েন্টে ২-১ সেটে ‘কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়, কানাইঘাট,সিলেটকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ।রানার্স আপ ও চ্যাম্পিয়নদের মাঝে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও ইউনিসেফ বাংলাদেশ এর যৌথ আয়োজনে এবং কানাইঘাট উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া অফিস সিলেটের সহযোগিতায় জার্সি, ট্রফি,ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। জেলা ক্রীড়া অফিসার মোঃ নূর হোসেন এর সভাপতিত্বে ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান ,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃমাসুক আহমদ ও ৬নং কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল এর প্রেসিডেন্ট আফসার উদ্দিন আহমদ চৌধুরী,যুক্তরাষ্ট্র নিউজার্সি যুবলীগের সভাপতি জুলিয়ান চৌধুরী রাহী । এছাড়াও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো: আব্দুল আওয়াল ও একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন ও সিলেট জেলার ইউনিসেফ এর প্রতিনিধি শফিকুল ইসলাম সি.পি.সি.এম ও পলাশী মজুমদার সি.পি.সি.এম সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, একাডেমি/ক্লাবের কোচ,সংগঠক ও ক্রীড়ানুরাগী অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে পলাশী মজুমদার ও শফিকুল ইসলাম সি.পি.সি.এম ইউনিসেফ এর সচেতনতা মূলক ম্যাসেজ পারিবারিক সহিংসতা ও হেল্প লাইন ১০৯৮ বিষয়ক তথ্য প্রদান করেন ।
Related News
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি
মাধবপুরে পাঁচ বছর ধরে বন্ধ পাবলিক লাইব্রেরি বছরের পর বছর ধরে বন্ধ থাকায় হবিগঞ্জের মাধবপুরRead More
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More