শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বাংলাদেশি ১৮০ নারী পুলিশ
নিউজ ডেস্ক:
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কঙ্গো গেলেন বাংলাদেশ পুলিশের ১৮০ নারী সদস্য। তারা সকলেই পুলিশের নারী ফরমড পুলিশ ইউনিটের (এফপিইউ) সদস্য।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো.মনজুর রহমান বলেন, জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে গেছেন এফপিইউ’র ১৮০ জন সদস্য। শনিবার রাতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে ১৮০ জন সদস্যের দলটি কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে।
প্রসঙ্গত, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ডি আর কঙ্গোতে প্রথমবারের মত ২০০৫ সালে এফপিইউ’র দল পাঠায় বাংলাদেশ পুলিশ। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও দৃঢ় মনোবলের সাথে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীগণ ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য জীবন দিয়েছেন।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More