ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে কনটেইনারে মালয়েশিয়া যাওয়া সেই কিশোরকে

বিদেশবার্তা২৪ ডেস্ক:
কনটেইনারে করে মালয়েশিয়ায় যাওয়া বাংলাদেশি কিশোর রাতুল ইসলাম ফাহিমকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। ঢাকা বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার বাংলদেশ সময় রাত ১০টার দিকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ফাহিম। কিশোর ফাহিমের সঙ্গে হাইকমিশনের একজন কল্যাণ সহকারী রয়েছেন।
এর আগে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল কুয়াললামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে কিশোর ফাহিমকে বিদায় জানান। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারোয়ার উপস্থিত ছিলেন।
স্থানীয় গণমাধ্যমকে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন বিন ইসমাইল বলেন, ‘কনটেইনারে আটকে পড়া বাংলাদেশি কিশোরকে টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে চিকিত্সার পর সেইফহোম থেকে ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে। আমরা তদন্ত করে দেখেছি, ফাহিম কোনো মানবপাচারের সঙ্গে জড়িত ছিল না। সে সম্পূর্ণ সুস্থ হওয়া পর্যন্ত আমরা বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তার ভ্রমণের নথি প্রস্তুত করেছি।’
উল্লেখ্য, গত ১২ জানুয়ারি বাংলাদেশের চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা মার্শাল আইল্যান্ড কোম্পানির পতাকাবাহী একটি মার্কেন্টাইল জাহাজ ‘এমভি ইন্টিগ্রা’ গত ১৭ জানুয়ারি মালয়েশিয়ার ক্লাং সমুদ্র বন্দরে পৌঁছায়। ওই দিন রাতে জাহাজ থেকে কন্টেইনার খালাসের সময় একটি কনটেইনারের ভেতরে রাতুল ইসলাম ফাহিমকে উদ্ধার করা হয়।
Related News

লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া
লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া অবশেষে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশযাত্রার দিনক্ষণRead More

বাংলাদেশি নার্স নেবে সৌদি আরব: তথ্য পাঠানোর আহ্বান বোয়েসেল’র
সৌদি আরবে আফরাস ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানিতে ফিমেল নার্সিং স্পেশালিস্ট হিসেবে বাংলাদেশি নার্স নিয়োগ দেয়াRead More