দেশে ফেরত পাঠানো ৬ হাজার বিদেশি ফের জার্মানিতে
বিদেশবার্তা২৪ ডেস্ক:
গত তিন বছরে জার্মানি থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি আবারো জার্মানিতে ফিরে এসেছে৷ জার্মানির সংবাদমাদ্যম বিল্ড এই তথ্য জানিয়েছে৷
পুলিশের পরিসংখ্যান উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, গত তিন বছরে জার্মানি থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো ছয় হাজার ৪৯৫জন বিদেশি নাগরিক ফের জার্মানিতে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে৷
ফিরে আসার এই সংখ্যা উল্লেখিত সময়ে শতকরা ৭৪ ভাগ বেড়েছে৷
বিল্ড জানিয়েছে, ২০২০ সালে দেশে ফেরত পাঠানো এক হাজার ৬১৪ জন অভিবাসী জার্মান পুলিশের হাতে আটক হয়৷ ২০২১ সালে এই সংখ্যা ছিল দুই হাজার ৭৪ জন এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে দুই হাজার ৮০৭ জন জনকে প্রত্যাবাসনের আদেশ লঙ্ঘনের অপরাধে আটক করা হয়৷
চলতি বছরের শুধুমাত্র জানুয়ারি মাসে ১৮৪টি এমন ঘটনা চিহ্নিত করেছে পুলিশ৷
এমন পরিস্থিতি আশ্রয় আবেদন বাতিল হওয়ার পর, তাদের কারো কারো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পরও তাদেরকে দেশে ফেরত পাঠাতে জার্মান সরকারের ব্যর্থতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷
বিরোধীদল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের সাংসদ স্টেফান হেক বলেন, ফিরে আসার এই সংখ্যা দেখে বোঝা যায় সরকারের নিরাপত্তা নীতিমালায় যথেষ্ট ঘাটতি রয়েছে৷
সংবাদমাধ্যম বিল্ডকে এই সাংসদ বলেন, অবৈধভাবে পুনঃপ্রবেশ ঠেকাতে একমাত্র পথ হলো সীমান্তে নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা৷
উল্লেখ্য ২০১৫-১৬ সালের পর আবারো জার্মানিতে শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়ছে৷ সরকারের তথ্য অনুসারে, গত বছর দেশটিতে আশ্রয়ের জন্য মোট দুই লাখ ৪৪ হাজার ১৩২টি আবেদন জমা পড়েছে৷ আবেদনের এই সংখ্যা ইউক্রেন থেকে আসা শরণার্থীদের বাদ দিয়ে হিসেব করা হয়েছে৷
সরকারের পরিসংখ্যানে আরো দেখা যায়, গত বছর আশ্রয়-আবেদনের শতকরা ৫৬ ভাগ গ্রহণ করা হয়েছে৷ আর প্রতি পাঁচটি আবেদনের একটি তাৎক্ষণিকভাবেই বাতিল করে দেওয়া হয়েছে৷
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More