Main Menu

দেশে ফেরত পাঠানো ৬ হাজার বিদেশি ফের জার্মানিতে

বিদেশবার্তা২৪ ডেস্ক:
গত তিন বছরে জার্মানি থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো প্রায় সাড়ে ছয় হাজার বিদেশি আবারো জার্মানিতে ফিরে এসেছে৷ জার্মানির সংবাদমাদ্যম বিল্ড এই তথ্য জানিয়েছে৷

পুলিশের পরিসংখ্যান উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানায়, গত তিন বছরে জার্মানি থেকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো ছয় হাজার ৪৯৫জন বিদেশি নাগরিক ফের জার্মানিতে প্রবেশ করেছে বা প্রবেশের চেষ্টা করেছে৷

ফিরে আসার এই সংখ্যা উল্লেখিত সময়ে শতকরা ৭৪ ভাগ বেড়েছে৷

বিল্ড জানিয়েছে, ২০২০ সালে দেশে ফেরত পাঠানো এক হাজার ৬১৪ জন অভিবাসী জার্মান পুলিশের হাতে আটক হয়৷ ২০২১ সালে এই সংখ্যা ছিল দুই হাজার ৭৪ জন এবং গত বছর অর্থাৎ ২০২২ সালে দুই হাজার ৮০৭ জন জনকে প্রত্যাবাসনের আদেশ লঙ্ঘনের অপরাধে আটক করা হয়৷

চলতি বছরের শুধুমাত্র জানুয়ারি মাসে ১৮৪টি এমন ঘটনা চিহ্নিত করেছে পুলিশ৷

এমন পরিস্থিতি আশ্রয় আবেদন বাতিল হওয়ার পর, তাদের কারো কারো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার পরও তাদেরকে দেশে ফেরত পাঠাতে জার্মান সরকারের ব্যর্থতা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে৷

বিরোধীদল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের সাংসদ স্টেফান হেক বলেন, ফিরে আসার এই সংখ্যা দেখে বোঝা যায় সরকারের নিরাপত্তা নীতিমালায় যথেষ্ট ঘাটতি রয়েছে৷

সংবাদমাধ্যম বিল্ডকে এই সাংসদ বলেন, অবৈধভাবে পুনঃপ্রবেশ ঠেকাতে একমাত্র পথ হলো সীমান্তে নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার করা৷

উল্লেখ্য ২০১৫-১৬ সালের পর আবারো জার্মানিতে শরণার্থী এবং অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা বাড়ছে৷ সরকারের তথ্য অনুসারে, গত বছর দেশটিতে আশ্রয়ের জন্য মোট দুই লাখ ৪৪ হাজার ১৩২টি আবেদন জমা পড়েছে৷ আবেদনের এই সংখ্যা ইউক্রেন থেকে আসা শরণার্থীদের বাদ দিয়ে হিসেব করা হয়েছে৷

সরকারের পরিসংখ্যানে আরো দেখা যায়, গত বছর আশ্রয়-আবেদনের শতকরা ৫৬ ভাগ গ্রহণ করা হয়েছে৷ আর প্রতি পাঁচটি আবেদনের একটি তাৎক্ষণিকভাবেই বাতিল করে দেওয়া হয়েছে৷






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *