Main Menu

আমিরাতে শিল্পী সমিতির বর্ষপূর্তি উপলক্ষে মতবিনিময়

বিদেশবার্তা২৪ ডেস্ক:
বাংলাদেশ শিল্পী সমিতি সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে দুবাইয়ের গত ১৫ ফেব্রুয়ারি দেরায় একটি হোটেলে মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় আগামী ১১ এবং ১২ মার্চ বাংলাদেশ শিল্পী সমিতি আমিরাত শাখার উদ্যোগে তৃতীয় বর্ষপূর্তি, স্বাধীনতার রজত জয়ন্তী, মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন আয়োজক কমিটি।

দুবাইয়ের কেসিসে অবস্থিত ক্রিসেন্ট ইংলিশ মিডিমাম স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা অনুষ্টিত হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পীদের মধ্যে উপস্থিত থাকবেন, মীর সাব্বির, মুনিয়া মুন, পাগল হাসানসহ আমিরাতে বসবাসকারী শিল্পীরা।মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পী সমিতির আমিরাত সভাপতি জাবেদ আহমেদ মাসুম, সহ-সভাপতি মামুন রেজা, সহ-সভাপতি বঙ্গ শিমুল, সাধারণ সম্পাদক শামস সুমন, জাভেদ সারোয়ার, লুৎফুর রশিদ রাসেল, মিডিয়া এন্ড কমিউনিকেশন সেক্রেটারি সৈয়দ আরিফুর রহমান, সভাপতি বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সিকদার মো. সাফায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম এবং আমিরাতে বসবাসরত সাংবাদিক ও পেশাজীবি সহ বিভিন্ন অঙ্গ-সংগঠেনর নেতৃবৃন্দ।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *