ইউক্রেনীয় শরণার্থীদের ইইউর ভাগাভাগি করে নেয়া উচিত: জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী
আর্ন্তজাতিক ডেস্ক:
ইউক্রেনীয় শরণার্থীদের কোনো একটি দেশে চাপিয়ে না দিয়ে, ইইউর দেশগুলোর তা ভাগাভাগি করে নেয়া উচিত বলে মন্তব্য করেছেন নিলে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার৷ এসব আশ্রয়প্রার্থীদের দেখভাল এবং তাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে ইউরোপের দেশগুলোর সমন্বিত পদ্ধতিতেও কাজ করা উচিত বলে মনে করেন তিনি।
জার্মান গণমাধ্যম বিল্ড এম জনটাগ-কে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ায় আগ্রাসনের পর অসংখ্য বেসামরিক নাগরিককে ইউক্রেন ছেড়ে পালিয়ে আসতে হয়েছে৷ প্রতিবেশী দেশটির নাগরিকদের ওপর চাপ কমাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর অনেক কিছু করার সুযোগ রয়েছে৷ রাশিয়ান আক্রমণ বন্ধ না হলে সহিংসতা থেকে বাঁচতে আরো অনেক ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালাতে পারে। সেক্ষেত্রে নিজেদের মধ্যে আরো ভালো সমন্বয় প্রয়োজন।
তিনি বলেন, ‘‘পোল্যান্ড এখন পর্যন্ত ১৫ লাখেরও বেশি ইউক্রেনীয় শরণার্থী নিয়েছে৷ আর স্পেন আশ্রয় দিয়েছে এক লাখ ৬০ হাজার জনকে৷ এটা এভাবে চলতে পারে না৷’’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া হামলা শুরুর পর হাজার হাজার শরণার্থী জার্মানিতে আশ্রয় নিয়েছে। বিশাল সংখ্যার এই শরণার্থীকে আশ্রয় দিতে গিয়ে হিমশিম খাচ্ছে জার্মানির অনেক শহর৷
এসব শরণার্থীকে সমাজে একীভূত করাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন নগর কর্মকর্তারা৷ তারপরেও ইউক্রেন ছেড়ে আসা নাগরিকদের আশ্রয়ের পক্ষেই অবস্থান জানিয়ে আসছে জার্মানি৷ তবে এবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানালো ইউক্রেনীয় নাগরিকদের দেখভালে ইউরোপীয় ইউনিয়নের সবদেশের এগিয়ে আসা দরকার৷
সূত্র:ইনফোমাইগ্রান্টস।
Related News
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত
ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে আমিরাত দুবাই ভ্রমণের পরিকল্পনাকারী ভারতীয় পর্যটকদের জন্য সংযুক্ত আরবRead More
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪০,৫০০ ছাড়িয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিকRead More