সৌদিতে দুর্ঘটনায় বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন দুলাল (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন দুলাল ফেনী জেলার দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের নুরুল ইসলামের সন্তান ।
জানা যায়, গত শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে যুদা শহরে একটি সড়ক দুর্ঘটনা তার মৃত্যু হয়।
সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে অপর প্রান্ত থেকে আসা একটি গাড়ির সংঙ্গে স্বজোরে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দেলোয়ারের মৃত্যু হয় । নিহত দেলোয়ার দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করে আসছিলেন।
এদিকে, দেলোয়ারের মৃত্যুর খবরে পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে দুলালের আকস্মিক মৃত্যুতে হতবিহ্বল হয়ে পড়েছেন।
নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিম ঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে l
Related News

যুক্তরাষ্ট্র থেকে আসছে ‘অস্বাভাবিক’ রেমিটেন্স আসছে, খতিয়ে দেখার পরামর্শ
নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা রেমিটেন্সের হারকে অস্বাভাবিক উল্লেখ করে বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফরRead More

মালয়েশিয়া প্রবাসীদের জন্য চালু হচ্ছে ই-পাসপোর্ট
নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের পাসপোর্ট ভোগান্তি নিরসনে চালু হচ্ছে ই-পাসপোর্টের কার্যক্রম। চলতি বছরের মধ্যেইRead More