Main Menu

জার্মানির কারাগারে কর্মী সংকট, মিলছে না আবেদন

আন্তর্জাতিক ডেস্ক:
কর্মী সংকটে ভুগছে জার্মানির কারাগারগুলো৷ দেশটির বিভিন্ন কারাগারে এই মুহূর্তে দুই হাজার কর্মীর ঘাটতি রয়েছে বলে জানিয়েছে জার্মানির ফেডারেশন অব প্রিজন সার্ভিস এমপ্লয়িজ।

সংস্থাটি বলছে, জার্মানির বিভিন্ন শ্রমখাতে কর্মী সংকটের কথা দীর্ঘদিন ধরেই বলা হচ্ছে৷ এই পরিপ্রেক্ষিতে বিদেশি কর্মীদের জার্মানির শ্রমবাজারে যুক্ত করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার৷ দেশজুড়ে বিভিন্ন কারাগারে মোট দুই হাজার পদ খালি রয়েছে৷

তবে ট্রেড ইউনিয়নের প্রধান রেনে ম্যুলারের মতে, খালি পদের সংখ্যা মূলত অনেক বেশি৷ তিনি বলেন, সম্পূর্ণ কারাগার ব্যবস্থাপনাকে বিবেচনায় নিয়ে কর্মী সংকট হিসাব করলে এই সংখ্যা দ্বিগুণ হবে। কিন্তু খালি এই পদগুলোর বিপরীতে আমরা কোনো আবেদন পাচ্ছি না।

জার্মানির ফেডারেল স্ট্যাটেস্টিকস অফিসের তথ্য অনুযায়ী, গত বছরের জুন মাস পর্যন্ত সময়ে জার্মনির বিভিন্ন কারাগারে মোট বন্দির সংখ্যা ৫৬ হাজার৷ রেনে ম্যুলারের মতে, দেশের কারাগারগুলোতে মোট স্টাফ সংখ্যা ৩৮ হাজার৷ কর্মী ঘাটতির ফলে কারাগারগুলোতে কার্যক্রম ব্যহত হচ্ছে।

ট্রেড ইউনিয়নের প্রধান বলেন, ‘‘কারাগারে থাকা ব্যক্তিদের সংশোধনের বিষয়টি এখন শুধু কাগজপত্রেই রয়েছে। এই কাজটি কারারক্ষীদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ কিন্তু একজন কমীকে যদি ৭০ জনের দায়িত্ব নিতে হয় তাহলে আর কী বলার থাকে৷’’

এদিকে সংশোধনাগরগুলোতে মানসিক রোগীর সংখ্যা বাড়ছে৷ ম্যুলার বলেন, ‘‘মানসিক রোগীদের জন্য আর জায়গা নেই৷’’

তাছাড়া জার্মানির কারাগারে জঙ্গি গোষ্ঠী আইএসের সাবেক সমর্থকরাও রয়েছে৷ উগ্রপন্থি ও বিপজ্জনক বন্দিদের জন্য কেন্দ্রীয়ভাবে আটককেন্দ্র তৈরির পরামর্শ দেন ম্যুলার৷ সূত্র: ডয়চে ভেলে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *