বিপিএলের সেরা চার দলে সিলেট
ক্রীড়া ডেস্ক:
ঠিক হয়ে গেলো বিপিএলের প্লে-অফে খেলতে যাওয়া সেরা চার দলের নাম। সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর রংপুর রাইডার্স খেলবে প্লে-অফ পর্বে। এই ৪ দলের সবার পয়েন্ট অন্তত ১২।
বাকি তিন দল ঢাকা ডমিনেটর্স (১১ ম্যাচে ৬), খুলনা টাইগার্স (১০ ম্যাচে ৪) আর চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের (৯ ম্যাচে ৪) আর ১২ পয়েন্ট হওয়ার কোনই সম্ভাবনা নেই।
তাই মাশরাফি বিন মর্তুজার সিলেট, সাকিব আল হাসানের বরিশাল, ইমরুল কায়েসের কুমিল্লা ও নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স শেষ চারে।
এখন দেখার বিষয়, প্রথম ও দ্বিতীয় হয় কোন ২ দল। কেননা সেরা দুইয়ে থাকা দুই দল ফাইনালে ওঠার জন্য দুটি করে সুযোগ পাবে। তিন আর চারে থাকা দুই দল প্লে-অফে একটি ম্যাচ হারলেই বাদ।
Related News
আর্জেন্টাইন তারকার বিশ্বকাপ মেডেল বিক্রির হুমকি সাবেক স্ত্রীর!
বৈশ্বিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল প্রাপ্তিকে অনেক বড় অর্জন হিসেবে ধরা হয়। আর সেটি যদি হয়Read More
আফগানিস্তানকে হারিয়ে টেস্টে আইরিশদের ইতিহাস
সাত বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে আয়ারল্যান্ড। অ্যান্ড্রু বালবার্নির দলটি বছরপ্রতি গড়ে প্রায় একটি ম্যাচRead More