Main Menu

হাফিজকে স্বেচ্ছায় রক্ত দিলেন ৪ কুয়েত প্রবাসী

নিউজ ডেস্ক:
কুয়েত প্রবাসী মোহাম্মদ হাফিজ মিয়ার (৪০) হার্টের অপারেশনের জন্য জরুরিভিত্তিতে দরকার বি-পজিটিভ রক্ত। এমন খবর পেয়ে দূর স্বেচ্ছায় রক্ত দিলেন ৪ কুয়েত প্রবাসী বাংলাদেশি।

স্বেচ্ছায় রক্তদাতারা হলেন- পটুয়াখালী জাহেদ হোসেন জনি, চট্টগ্রাম মীরসরাইয়ের এমদাদ হোসেন মিলন, নোয়াখালী চৌমুহনীর নুর হোসেন মুরাদ, ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সুজন।

এ সময় জাহেদ হোসেন জনি বলেন, এবারসহ ১৭ বার রক্ত দিয়েছি। দেশে থাকতেও অনেকবার রক্ত অনেক জনকে রক্ত দিয়েছি। স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ কাজ। বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসে, মাতৃভাষা দিবসে কুয়েতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে থাকি।

একই কথা জানালেন আরেক প্রবাসী এমদাদ হোসেন মিলন। তিনি বলেন, জীবনে এই প্রথমবার স্বেচ্ছায় রক্তদান করলাম। যখন খবর পেলাম আমাদের এক প্রবাসী ভাইয়ের হার্টের অপারেশনের জন্য জরুরি রক্ত প্রয়োজন, প্রথমে মনের মধ্যে ভয় ছিল কিন্তু রক্ত দেওয়ার পরে নিজের কাছে খুব ভালো লাগছে একটা মহৎ কাজে অংশগ্রহণ করতে পেরে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *