Main Menu

তীব্র ঝড়ে যুক্তরাষ্ট্রে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক:
শীতকালীন তীব্র ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে এক দিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ইটঅ্যাওয়ারের মতে, স্থানীয় সময় সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটিতে মোট এক হাজার ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর অর্ধেকেরও বেশি সাউথওয়েস্ট এয়ারলাইনসের। এই মাসের শুরুর দিকে এই এয়ারলাইনসটি ছুটির সময় ১৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করার জন্য মার্কিন সরকারের সমালোচনার মুখোমুখি হয়েছিল।

কম্পানিটি তাদের সোমবারের প্রায় ১২ শতাংশ ফ্লাইট বাতিল করেছে। অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস ৬ শতাংশ বা ২০০টি ফ্লাইট বাতিল করেছে। এ ছাড়া মঙ্গলবার যুক্তরাষ্ট্রে প্রায় ৭৯৭টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।

এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনস এবং অন্যান্য প্রধান মার্কিন এয়ারলাইনস শীতকালীন আবহাওয়ায় গ্রাহকদের তাদের ভ্রমণপথ পরিবর্তন করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে যাত্রীরা বাড়তি খরচ না করেই ভ্রমণের পথ পরিবর্তন করতে পারবে। সূত্র : রয়টার্স






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *