Main Menu

ইউরোপে রপ্তানি হবে ফরিদপুরের উৎপাদিত সবজি

নিউজ ডেস্ক:
সোসাইটি ডেভেলেপমেন্ট কমিটি (এসডিসি) কর্তৃক বাস্তবায়নাধীন, পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় এবং বিশ্বব্যাংকের অর্থায়নে ফরিদপুর জেলার মধুখালী, সদরপুর এবং চরভদ্রাসন উপজেলায় Sustainable Enterprise Project (SEP) এর আওতায় Safe Vegetables Production Through Good Agricultural Practices (GAP) and Ecological Framing নামক একটি উপ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

প্রকল্প এলাকার নিরাপদ সবজি ইতোমধ্যে স্থানীয় বিভিন্ন পর্যায়ের লোকজন ও বিদেশে সবজি রপ্তানীকারকদের নিকট ব্যাপক সাড়া ফেলেছে।

Bangladesh Fruits, Vegetables & Allied Products Exporters Association এর একটি প্রতিনিধি দল ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মহিষাপুর গ্রামে নিরাপদ সবজি উৎপাদন ক্লাস্টার পরিদর্শন করেন এবং চাষীদের সাথে মতবিনিময় করেন।

এসময় সোসাইটি ডেভলপমেন্ট কমিটি (এসডিসি) এর পরিচালক (সার্বিক) খন্দকার হামিদুল ইসলাম, পরিচালক (মাইক্রোফিন্যান্স) মোঃ জাহিদুল আলম, প্রকল্প ব্যবস্থাপক (এসইপি) মোঃ রফিকুল ইসলাম সহ প্রকল্পের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে পরিদর্শনকারী দলের সদস্যরা সেখানকার কৃষকদের উৎপাদিত নিরাপদ সবজি বিদেশে রপ্তানী করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন এবং রপ্তানিকারী আগামী সপ্তাহে শিম, লাউ ও পেঁপে রপ্তানির জন্য এসইপি প্রকল্পের নিকট চাহিদা প্রদান করেছে। এতে করে এলাকার কৃষকরা একদিকে যেমন লাভবান হবে তেমনি নিরাপদ সবজি উৎপাদনে কৃষকদের আগ্রহ আরও বাড়বে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *