স্লোভেনিয়ায় ২০২২ সালে অনিয়মিত অভিবাসী বেড়েছে তিনগুণ

নিউজ ডেস্ক:
ইউরোপের দেশ স্লোভেনিয়ায় ২০২২ সালে অভিবাসী এবং শরণার্থীদের আগমন উল্লেখযোগ্যহারে বেড়েছে৷ দেশটির জাতীয় পুলিশের পরিসংখ্যান অনুসারে, গত বছর ৩২ হাজারের বেশি মানুষ অনিয়মিতভাবে দেশটিতে প্রবেশ করেছেন৷ এই সংখ্যা ২০২১ সালের তুলনায় তিনগুণ বেশি৷
স্লোভেনিয়ার কেন্দ্রীয় পুলিশ প্রশাসনের প্রকাশ করা পরিসংখ্যানে বলা হয়েছে, ভিসা ছাড়া দেশটিতে আটকে পড়া অভিবাসী এবং শরণার্থীদের সংখ্যা ৩২ হাজারের বেশি৷ আটকানো হয়েছে এমন অভিবাসীর সংখ্যা প্রায় তিনগুণ বেড়েছে৷ ২০২১ সালে মোট ১০ হাজার ১৯৮ জনকে আটকানো হয়েছিল৷
আটক হওয়া অভিবাসীদের অধিকাংশই আফগানিস্তান, ভারত, বুরুন্ডি এবং কিউবার নাগরিক৷ বুরুন্ডি এবং কিউবার নাগরিকদের ক্ষেত্রে বিষয়টি সহজ হয়েছে সার্বিয়ার ভিসা নীতির কারণে৷ তারা সরাসরি সার্বিয়া এসে বলকান রুট বরাবর উত্তর দিকে পাড়ি দিতে পারে৷
দেশটির কোপার শহরের কাছে সীমান্ত এলাকায় অভিবাসন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যেখানে অননুমোদিত প্রবেশের প্রচেষ্টা ৫৫ ভাগেরও বেশি বেড়েছে বলে পুলিশ জানিয়েছে৷ শহরটি ভূমধ্যসাগরীয় উপকূলে ক্রোয়েশিয়া এবং ইতালির মাঝে অবস্থিত৷ বলকান হয়ে পশ্চিম ইউরোপে যাওয়ার আশায় অনেক অভিবাসী এবং শরণার্থী ক্রোয়েশিয়া এবং স্লোভেনিয়া থেকে ইটালিতে যাওয়ার চেষ্টা করেন৷
স্লোভেনিয়ায়, আন্তর্জাতিক সুরক্ষার জন্য অনুরোধের সংখ্যাও গত বছর উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷ যা প্রায় ৪৫০ ভাগের বেশি৷ ২০২১ সালে পাঁচ হাজার ৬৫০ থেকে ২০২২ সালে সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০০৷
স্লোভেনিয়ায় অস্থায়ী আন্তর্জাতিক সুরক্ষার অনুরোধকারীদের মধ্যে, রাশিয়ান এবং ইউক্রেনীয়দের সংখ্যাটাও উল্লেখযোগ্য৷ ২০২২ সালে প্রায় সাত হাজার ৬০০টি অনুরোধ এসেছে এই দুই দেশের নাগরিকদের কাছ থেকে৷
সাম্প্রতিক মাসগুলিতে, স্লোভেনিয়া কর্তৃপক্ষ দেখেছে অনুমতি ছাড়াই দেশে প্রবেশের চেষ্টা করছে এমন রুশ নাগরিকের সংখ্যা বেড়েছে৷ পর্যবেক্ষকরা বলছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয়ার জন্য জোর করে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে রাশিয়ায় ৷ সেটি এড়াতেই সম্ভবত এই প্রচেষ্টা৷ সূত্র:ইনফোমাইগ্রান্টস।
Related News

পাকিস্তানকে আইএমএফ-এর ঋণ দেওয়া কেন ঠেকাতে পারেনি ভারত?
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গত সপ্তাহে পাকিস্তানের জন্য ১০০ কোটি ডলারের ‘বেলআউট প্যাকেজ’ (সহায়তাRead More

ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায়
ইউরোপে বৈধভাবে যাওয়ার উপায় পৃথিবীর অন্যতম মহাদেশ ইউরোপ। প্রতিবছর বিশ্বের বিপুল সংখ্যক অভিবাসী, দক্ষ কিংবাRead More