জেনেভায় বাংলাদেশিদের পিঠা উৎসব
বিদেশবার্তা২৪ ডেস্ক:
সুইজারল্যান্ডের জেনেভায় বাংলা পাঠশালায় নানা আয়োজনে বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে হরেক রকম পিঠা, সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন বাংলাদেশিরা।
পুনর্গঠিত বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশনের (বিএসসিএ) আয়োজনে জেনেভায় বসবাসরত বাঙালি পরিবারগুলো উৎসবে অংশগ্রহণ করে।
বিএসসিএসের সভাপতি রিয়াজুল হক ফরহাদের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক এহতেশামুল হকের সঞ্চালনায় আরিনুল হক এবং ফারানা হকের সার্বিক সহায়তায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে বাংলা পাঠশালার শিক্ষার্থী মাদিহা, নিতু, আফসার, দিলারা, সুনিষ্কা, বিভোর, রোদেলা এবং অতিথি শিল্পীরা।
জেনেভা পাঠশালা ২০১৩ সাল থেকে প্রবাসী বাঙালি পরিবারের শিশুদের বাংলা ভাষার পাঠদানসহ নিয়মিত সাংস্কৃতিক শিক্ষা ও কার্যক্রমের আয়োজন করে আসছে।
বাংলা পাঠশালার ১০ বছর পূর্তিতে মূল সংগঠন বাংলা সুইস কালচারাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও ভারতের বাংলাভাষীদের সমন্বয়ে নতুন রূপে পুনর্গঠিত হয়ে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে।
আসছে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার কথা জানিয়েছে সংগঠনটি।
Related News
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ
কুয়েত থেকে লাশ হয়ে ফিরল শালা-দুলাভাইের নিথর দেহ আরব উপদ্বীপের দেশ কুয়েত থেকে কফিনে করেRead More
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু
যুক্তরাজ্যে ঘূর্ণিঝড়ে গাছচাপায় সিলেটির মৃত্যু যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে প্রচণ্ড ঘূর্ণিঝড়ের কারণে গাছ উপড়ে পড়ে কাহেরRead More