দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশীর

বিদেশবার্তা২৪ ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে দুই প্রবাসী বাংলাদেশি গত ২৩ জানুয়ারি সোমবার রাতে আল আইন-দুবাই রোডে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের অপর তিন সফরসঙ্গী আহত হয়ে বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনায় নিহত দুজন হলেন চট্টগ্রামের আসকার দিঘির দক্ষিণ পাড়ের মৃত মধুসূদন দে’র পুত্র প্রদীপ কুমার দে (৫১) ও চট্টগ্রাম জেলার পটিয়ার শান্তিরহাট থানামহিরা কানারপুল গ্রামের মোহাম্মদ সাঈদ খান এর পুত্র মোহাম্মদ জসীম উদ্দীন (৩৭)।
আহত মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ হাসান ও দিদারুল আলম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
জানা যায়, গত ২৩ জানুয়ারি রাতে নিহত প্রদীপ ও জসীম তাদের অপর তিন সফরসঙ্গী নিয়ে আল আইন থেকে দুবাই যাওয়ার পথে আল আইন দুবাই রোডের দুবাইয়ে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়ির পেছনের আসনে বসা দুজন রাস্তায় ছিটকে মোহাম্মদ জসীম উদ্দীন ও প্রদীপ কুমার দে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
নিহতদের লাশ দুবাইয়ের আল রাশিদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। হতাহতরা আল আইনের সানাইয়ায় বাংলাদেশি মালিকানাধীন গ্যারেজে কাজ করতেন বলে জানা গেছে।
এদিকে সড়কে দুই বাংলাদেশির মৃত্যুতে দেশটির প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
Related News

মালয়েশিয়ায় যেতে পারছেন না ১ লাখ কর্মী
নিউজ ডেস্ক: মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে জট লেগেছে। প্রায় ১ লাখ বাংলাদেশি কর্মীর ভিসারRead More

আমিরাতে প্রবাসীদের এনআইডি প্রদান কার্যক্রম শুরু
নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদান কার্যক্রম মঙ্গলবার (৩০ মে)Read More